‘কবচ’ পেলেন না কেষ্ট! গরু পাচার কাণ্ডে সমন পাঠাতে বাধা রইল না CBI-এর

‘কবচ’ পেলেন না কেষ্ট! গরু পাচার কাণ্ডে সমন পাঠাতে বাধা রইল না CBI-এর

কলকাতা: গরু পাচার মামলায় অস্বস্তিতে তৃণমূলের বীরভূম জেলা সভাপতি  অনুব্রত মণ্ডল। হাই কোর্টের কাছ থেকে ‘রক্ষাকবচ’ পেলেন না তিনি। মঙ্গলবার মামলার শুনানির সময় সিঙ্গের বেঞ্চের রায়ই বহাল রাখল প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ।আদালত জানায়, এই মামলায় সিঙ্গেল বেঞ্চের রায়ই বহাল থাকবে। অর্থাৎ গরু পাচার মামলায় যে কোনও সময় তাঁকে তলব করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ এ বার তলব করলে তাঁকে যেতেই হবে৷ 

আরও পড়ুন- বনধের দ্বিতীয় দিনে বাঘাযতীনে পথ অবরোধ ধর্মঘটীদের, পরিবহণে বিক্ষিপ্ত প্রভাব

প্রসঙ্গত, এই নিয়ে গরু পাচার মামলায় চার বার নোটিস পাঠানো হয়েছে অনুব্রতকে। কিন্তু প্রতিবারই তিনি অসুস্থতার কারণ দেখিয়ে এড়িয়ে গিয়েছেন৷ তাঁকে গ্রেফতার করা হতে পারে, এই আশঙ্কায় কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন বীরভূম জেলা সভাপতি। এর আগে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চ অনুব্রতর রক্ষাকবচের আবেদন খারিজ করে দিয়েছিলেন। মঙ্গলবার সেই রায়ই বহাল রাখল ডিভিশন বেঞ্চ৷

এর আগে কলকাতা হাই কোর্টের বেঞ্চে গরু পাচার মামলার শুনানির সময় অনুব্রত মণ্ডলের আইনজীবী বিবেক তনখা বলেছিলেন, ‘‘অনেক মামলার ক্ষেত্রেই দেখা গিয়েছে তদন্তের জন্য সীক্ষা হিসাবে ডেকে গ্রেফতার করেছে সিবিআই৷  এই মামলার ক্ষেত্রে যে তেমনা করা হবে না তা আদালতকে পরিষ্কার ভাবে জানাক সিবিআই। তারা নিশ্চিত করুক শুধু বয়ান রেকর্ড করেই ছেড়ে দেবে। অনুব্রতকে গ্রেফতার করা হবে না।’’ কিন্তু সওয়াল জবাবের সময় বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, ‘‘বার বার আদালতকে ঢাল হিসাবে ব্যবহার করা যাবে না। কোনও মামলার তদন্তে আদালত এ ভাবে সিবিআইয়ের হাত বেঁধে দিতে পারে না।’’