অনুব্রতকে নিয়ে দুর্গাপুর ক্যাম্প অফিসে CBI, সেখানে ফের জিজ্ঞাসাবাদ করা হবে কেষ্টকে

অনুব্রতকে নিয়ে দুর্গাপুর ক্যাম্প অফিসে CBI, সেখানে ফের জিজ্ঞাসাবাদ করা হবে কেষ্টকে

কলকাতা: গরুপাচার মামলায় বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে আটক করল সিবিআই। তদন্তে অসহযোগিতার অভিযোগে আটক করা হয় তাঁকে৷ অনুব্রতকে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হচ্ছে দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে৷ সেখানেই তাঁকে জিজ্ঞাসাবাদ করবে কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা৷ 

আরও পড়ুন- হল না শেষ রক্ষা, বাড়ির মন্দির থেকেই গ্রেফতার অনুব্রত মণ্ডল!

রাত থেকেই চলছিল অ্যাকসন প্ল্যান৷ বৃহস্পতিবার সকাল ১০টার কিছু আগে অনুব্রতর নীচুপট্টির বাড়িতে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সঙ্গে বিশাল কেন্দ্রীয় বাহিনী। সিবিআই আধিকারিকরা অনুব্রতর বাড়িতে ঢুকেই ভিতর থেকে সমস্ত দরজা বন্ধ করে দেন। নিয়ে নেওয়া হয় বাড়ির সকলের মোবাইল ফোন। এদিকে, সিবিআই-এর হানা নিয়ে কোনও খবরই ছিল না অনুব্রতর দেহরক্ষীদের কাছে৷ ফলে তাঁরা বাইরেই আটকে পড়েন৷ ঘণ্টাখানেক পর অনুব্রতকে বাড়ি থেকে বার করে সোজা তোলা হয় গাড়িতে৷ জানা যাচ্ছে, দুর্গাপুরে সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাঁকে নিয়ে যাওয়া হবে তাঁকে। সেখানেই ফের দফায় দফায় তৃণমূল নেতাকে জেরা করবেন সিবিআই আধিকারিকরা।