Aajbikel

ফের ১৪ দিনের জেল হেফাজতে অনুব্রত-সায়গল

 | 
অনুব্রত

আসানসোল:  গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে ফের  ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আসানসোলের বিশেষ সিবিআই আদালত। পাশাপাশি আদালতের নির্দেশে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রতকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবেন সিবিআই-এর আধিকারিকরা। বৃহস্পতিবারের শুনানিতে সিবিআইকে এই অনুমতি দেয় আসানসোলের বিশেষ আদালত।

আরও পড়ুন- মিড ডে মিলে এবার বাড়তি পুষ্টি, শুধু ডিম-সোয়াবিন নয়! পড়ুয়াদের পাতে পড়বে চিকেন-ফলও

 
এদিন বিচারক রাজেশ চক্রবর্তী বলেন, সিবিআই আধিকারিকরা প্রয়োজনে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে পারবে। প্রসঙ্গত, কেষ্টকে সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে। সেই আবেদনে সাড়া দেয় আদালত। এদিন সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, গরু পাচার মামলায় চার্জশিট দেওয়ার পর আরও ৪৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সাক্ষী হিসাবে তাঁদের নাম রয়েছে বলেও জানান তিনি৷ ১৯ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে৷ 


বৃহস্পতিবার গরু পাচার-কাণ্ডে সিবিআইয়ের করা মামলায় অনুব্রতকে আসানসোলের বিশেষ সিবিআই আদালতে পেশ করা হয়েছিল৷ এর আগেও একাধিকবার গরু পাচার মামলায় আদালতে পেশ করা হয়েছে তৃণমূসের এই দোর্দণ্ডপ্রতার নেতাকে৷ প্রতিবারই আদালত চত্বরে দেখা যেত অনুব্রত-অনুগামীদের ভিড়। কিন্তু, বৃহস্পতিবার সে ছবি দেখা যায়নি৷ 


গত বছর ১১ অগাস্ট এই মামলায় অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। এই মামলায় তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টর (ইডি)-ও৷ তাঁকে দিল্লিতে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। তবে আইনি জটিলতায় সেই প্রক্রিয়া থমকে রয়েছে৷ 

Around The Web

Trending News

You May like