কলকাতা: রাজ্য তথা কলকাতা শহরে যে ডেঙ্গি আরও ভয়ানক আকার ধারণ করছে তা ফের একবার বোঝা গেল। আগেই একাধিক মৃত্যুর খবর এসেছিল, এবার আরও এক জনের মৃত্যু হল মশাবাহিত এই রোগে। মৃত যুবকের নাম সায়ক ঘোষ চৌধুরী, তার বয়স ২৪। জানা গিয়েছে, বিগত ৩-৪ দিন ধরে জ্বরে ভুগছিল সে। শনিবার তার মৃত্যু হয়েছে।
আরও পড়ুন- ‘সকালে দুটো রুটি, রাতে তা-ও জোটে না’, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিস্ফোরক শান্তিপ্রসাদ
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত সোমবার থেকে জ্বর এসেছিল সায়নের। জ্বর বাড়ায় বুধবার তাকে এম আর বাঙ্গুর হাসপাতালে ভর্তি করানো হয়। কিন্তু তারপরেও তার শারীরিক পরিস্থিতির আরও অবনতি হওয়ায় দক্ষিণ কলকাতার এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাতেও লাভ হয়নি। জ্বর ক্রমশ বাড়ছিল। শেষে শুক্রবার গভীর রাতে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া। কেউই বিশ্বাস করতে পারছে না যে অল্প কয়েকদিনের জ্বর তরতাজা ছেলেটা এইভাবে চলে যাবে। উল্লেখ্য, এই নিয়ে শহরে ডেঙ্গিতে মৃত্যু হল ১৩ জনের। অধিকাংশ দক্ষিণ কলকাতার বাসিন্দা ছিলেন।
আগেই অনুমান করা হয়েছিল ডেঙ্গি আক্রান্তের নিরিখে ২০১৯ সালকেও ছাপিয়ে যাবে ২০২২ সালের বাংলা। কার্যত তাইই হয়েছে। রাজ্যের অধিকাংশ জেলাতেই মশাবাহিত এই রোগের বাড়বাড়ন্ত দেখা গিয়েছে। ফলে চিন্তা ক্রমশ বাড়ছে। এদিকে এই সময়টাই জ্বর এবং সর্দি-কাশি হওয়ার। আর নির্দিষ্টভাবে এই বিষয়টিকেই ভয় পাচ্ছেন চিকিৎসকরা। কারণ, সাধারণ ভাইরাসঘটিত উপসর্গের মধ্যেই মিশে থাকছে ডেঙ্গির উপসর্গ। যা চিন্তা বাড়াচ্ছে বিশেষজ্ঞদের। এমনও হচ্ছে যে, ডেঙ্গি হলেও তা সহজে বোঝা যাচ্ছে না। অর্থাৎ উপসর্গহীন ডেঙ্গির দেখা মিলছে। তাই পরামর্শ দেওয়া হচ্ছে, দু’তিন দিনের বেশি জ্বর থাকেলই যাতে ডাক্তার দেখিয়ে নেওয়া হয়।