আরও এক উপনির্বাচন পুজোর আগেই! দিন ঘোষণা কমিশনের

আরও এক উপনির্বাচন পুজোর আগেই! দিন ঘোষণা কমিশনের

কলকাতা: আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুরে উপনির্বাচন এবং জঙ্গিপুর, সামশেরগঞ্জে বিধানসভা নির্বাচন। নির্বাচনের ফল প্রকাশ ৩ অক্টোবর। কিছুদিন আগেই দিনক্ষণ ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। এবার পুজোর আগেই আরও এক উপনির্বাচনের দিন ঘোষণা করল তারা। আগামী ৪ অক্টোবর তৃণমূল বিধায়ক মানস ভুঁইয়ার ছেড়ে যাওয়া আসনে ভোট হবে। মোট ছ’টি আসনে ভোটের দিন ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের এই একটি আসন। 

আরও পড়ুন- প্রাথমিকে নিয়োগ দুর্নীতি নিয়ে চরম অসন্তোষ, তালিকা তলব করল হাইকোর্ট

জোট শরিক হিসাবে ২০১১ সালে কংগ্রেসে থেকেই মমতার মন্ত্রিসভার সদস্য হয়েছিলেন মানস ভুঁইয়া। পরে কংগ্রেসের সঙ্গে জোট ভাঙে তৃণমূলের, তাই মানসকে মন্ত্রিত্ব ত্যাগ করতে হয়। তারপরে অবশ্য তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। লোকসভা ভোটে মেদিনীপুরে প্রার্থী হয়েছিলেন তিনি, কিন্তু বিজেপির দিলীপ ঘোষের কাছে হেরে যান। তাই আর সাংসদ হওয়া হয়নি তাঁর। এদিকে ২০২১ সালে বিধানসভা ভোটে সবং থেকে প্রার্থী হন মানস এবং জেতেন। কিন্তু বিধায়ক মানসকে সাংসদ পদ ছাড়তে হয়। সেই কারণের আবার তাঁর ছেড়ে যাওয়া হবে ভোট।

আরও পড়ুন- রাত থেকে লাইনে দাঁড়িয়েও মিলছে না ভ্যাকসিন, প্রতিবাদে বিক্ষোভ বাসিন্দাদের

এদিকে, নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যে প্রত্যেক বিধানসভা কেন্দ্র পিছু ৮ থেকে ১০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কথা ভাবা হয়েছে। সূত্রের খবর এমনটাই। মনে করা হচ্ছে এর মধ্যে সবথেকে বেশি বাহিনী থাকবে ভবানীপুরে কারণ সেখানে প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেছিলেন যে এই উপনির্বাচন বা দুই কেন্দ্রে নির্বাচন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে না। কিন্তু এখন সূত্রের খবর যে ইতিমধ্যেই এই সিদ্ধান্ত নিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, উপনির্বাচন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে কলকাতা হাইকোর্টে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদীর বিরুদ্ধে দায়ের হয়েছে এই জনস্বার্থ মামলা। ‘ভবানীপুর নিয়ে মুখ্যসচিব কী ভাবে চিঠি লিখলেন? মুখ্যমন্ত্রী কে হবেন, মুখ্যসচিব কী সেটা ঠিক করতে পারেন?’ মুখ্যসচিবের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলে দায়ের হয়েছে জনস্বার্থ মামলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =