পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন আনিসের বাবা, শোরগোল

পুলিশের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন আনিসের বাবা, শোরগোল

কলকাতা: ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে প্রথম থেকে পুলিশের বিরুদ্ধে মুখ খুলে এসেছে আনিসের পরিবার। তারা জানিয়েছে, রাজ্য পুলিশের ওপর তাদের ভরসা নেই, সিবিআই তদন্ত চায় তারা। এদিকে, প্রথমে আনিসের দেহ দ্বিতীয়বারের জন্য ময়নাতদন্ত করার ক্ষেত্রে পুলিশের সাহায্য করেনি আনিসের পরিবার। কিন্তু এখন আদালত তাই নির্দেশ দিয়েছে সিটের ওপর ভরসা করেই। কিন্তু পুলিশের বিরুদ্ধে এখনও সরব আনিসের বাবা। এবার তিনি আনলেন বিস্ফোরক অভিযোগ।

আরও পড়ুন- ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা ফিরতে পারলেন না! অবতরণই হয়নি বিমানের

আনিসের বাবার বক্তব্য, ভোররাতে ছেলের দেহ চুরি করতে এসেছিল পুলিশ! তিনি সংবাদমাধ্যমে জানাচ্ছেন, আদালতের নির্দেশ তিনি মানছেন। কিন্তু শনিবার ভোররাতে সিট সদস্যরা কেন দেহ তুলতে আসবে, এই প্রশ্ন তুলেই ক্ষোভ প্রকাশ করেন তিনি। তাঁর কথায়, দেহ চুরি করার উদ্দেশেই এসেছিল পুলিশ। বেশ কয়েক দিন ধরেই অসুস্থ আনিসের বাবা। সেই প্রেক্ষিতেই তিনি চেয়েছিলেন যাতে তাঁর উপস্থিতিতে আনিসের দেহ কবর থেকে তোলা হয়। কিন্তু কেন দেহ তুলতে শনিবার ভোরেই হাজির হল পুলিশ, এই প্রশ্ন তিনি করছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, এই ধরণের কাজ দেখার পরেই সিটের ওপর তাদের ভরসা আরও চলে যাচ্ছে। কী ভাবে সিটের ওপর তারা ভরসা রাখবেন ভেবে পাচ্ছেন না। আনিসের দাদাও জানিয়েছেন, শুক্রবার সিটের সদস্যরা এলে তাঁদের সোমবার আসতে বলা হয়েছিল দ্বিতীয়বারের ময়নাতদন্তের জন্য। কিন্তু তারা শনিবার ভোরেই চলে আসে।

প্রসঙ্গত, আদালত নির্দেশ দিয়েছিল ম্যাজিস্ট্রেট নয় জেলা বিচারকের উপস্থিতিতে হবে এই কাজ। আর ময়নাতদন্তের ভিসেরা জেলা জজ তদারকি করবেন। তিনি সিদ্ধান্ত নেবেন কারা কারা এবং কখন ময়নাতদন্তে উপস্থিত থাকবেন। যত দ্রুত সম্ভব ময়নাতদন্তের রিপোর্ট জমা দিতে হবে সিটকে। অন্যদিকে নতুন সিট গঠন করা হবে। যাঁরা আছেন তাঁদের সঙ্গে আরও সাত জন পুলিশকে বিভিন্ন বিভাগ থেকে যুক্ত করা হচ্ছে। এছাড়া বলা হয়েছে, সিট সঠিক তদন্ত করছে কিনা তা আদালত নজরদারি করবে। ওদিকে  যে কোন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে আদালতের পরামর্শ নিতে হবে সিটকে, এমনটাও জানান হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + twelve =