ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা ফিরতে পারলেন না! অবতরণই হয়নি বিমানের

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা ফিরতে পারলেন না! অবতরণই হয়নি বিমানের

নয়াদিল্লি: রাশিয়া এবং ইউক্রেনের সামগ্রিক যে পরিস্থিতি তাতে প্রবল চাপে রয়েছে ইউক্রেনবাসী ভারতীয়রা। যুদ্ধ-যুদ্ধ পরিবেশ সৃষ্টি হওয়ায় তারা চাইছে যত দ্রুত সম্ভব দেশে ফিরে আসতে। মঙ্গলবার এক দফায় ইউক্রেন থেকে ২৪০ জন ভারতীয়কে নিয়ে মধ্যরাতে রাজধানীতে অবতরণ করে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান। এরপর আজ সেখান থেকে আরও প্রবাসী ভারতীয়দের ফিরিয়ে নিয়ে আসার কথা ছিল। কিন্তু তা হল না। ভারতীয়দের না নিয়েই ফিরল বিশেষ বিমান, ইউক্রেনে ল্যান্ডই করতে পারল না।

আরও পড়ুন- মমতার সঙ্গে সম্পর্কে অবনতি? মুখ খুললেন প্রশান্ত কিশোর

আসলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে তার জন্য বন্ধ করে দিতে হয়েছে ইউক্রেনের এয়ারস্পেস। অসামরিক বিমান চলাচলে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাদের তরফে। সেই কারণে এদিন সকালে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ইউক্রেনের মাটিতে অবতরণও করতে পারেনি। ফলে আটকে থাকা ভারতীয়দের নিয়ে আসা সম্ভব হয়নি আজ। রাশিয়ার লাগাতার মিসাইল হামলার জন্য এদিন সকালেই ইউক্রেন এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয়। তাই বিমান চলাচল করলে বিরাট বড় ক্ষতি হতে পারার আশঙ্কা ছিল। সেই কারণে বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়। এই কারণেই আজ কয়েকশো ভারতীয়র দেশে ফেরা হল না।

উল্লেখ্য, এখনও কয়েক হাজার ভারতীয় আটকে রয়েছেন ইউক্রেনে। সোমবার রাষ্ট্রসংঘের বৈঠকে ভারত জানায়, সীমান্তবর্তী এলাকা সহ গোটা ইউক্রেনে প্রায় ২০ হাজার ভারতীয় নাগরিক আটকে রয়েছেন৷ তাঁদের অধিকাংশই পড়ুয়া। তাঁদের সুরক্ষা এবং নিরাপত্তাই ভারতের কাছে অগ্রগণ্য৷ যদিও এর আগে ইউক্রেনবাসী ভারতীয়দের দেশে ফেরানো নিয়ে একাধিকবার অবস্থান বদল করেছিল ভারত কিন্তু ইতিমধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের দুই বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলকে স্বাধীন ঘোষণা করেছেন। এই কারণেই আরো বেশি করে তৈরি হয়েছে যুদ্ধ পরিস্থিতি। তাই এখন আর কোনও ঝুঁকি নিতে রাজি নয় ভারতের কেন্দ্রীয় সরকার। আজকের পর ২৬ ফেব্রুয়ারি আবার বিমান যাওয়ার কথা সেখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =