আমার কাছে কোনও ফোন আসেনি, সবটাই ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি আনারুলের

আমার কাছে কোনও ফোন আসেনি, সবটাই ষড়যন্ত্র, বিস্ফোরক দাবি আনারুলের

রামপুরহাট: মুখ্যমন্ত্রীর নির্দশের কয়েক ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হয় রামপুরহাট-গণহত্যা কাণ্ডে অভিযুক্ত তৃণমূল নেতা আনারুল হোসেনকে৷ এদিন বিস্ফোরক অভিযোগ করলেন তিনি৷ রামপুরহাট-কাণ্ডে ষড়যন্ত্রের অভিযোগ তুললেন আনারুল৷ তাঁর দাবি, ঘটনার সময় এবং ঘটনার পর বাড়িতেই ছিলেন তিনি৷ তৃণমূলের ব্লক সভাপতি বলেন,  আমার কাছে পুলিশকে ডাকার জন্য কোনও ফোন আসেনি৷ সবটাই ষড়যন্ত্র৷ সিবিআই তদন্ত সবরকম সহযোগিতা করব৷ 

আরও পড়ুন- কী ভাবে আগুন লাগানো হয়েছিল? বগটুই-কাণ্ডের রহস্য উদঘাটনে আনা হল থ্রিডি স্ক্যানার

শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য তৃণমূলের ব্লক সভাপতি আনারুলকে রামপুরহাট হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেই সময়েই এই দাবি করেন আনারুল৷ এর আগে আনারুল বলেছিলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে আত্মসমর্পন করেছি৷ আজ বললেন ষড়যন্ত্র৷ কিন্তু কে বা কারা ষড়যন্ত্র করেছে? সেই জবাব অবশ্য দেননি আনারুল৷ বৃহস্পতিবার রামপুরহাট গণহত্যায় নিহতদের পরিবারের সঙ্গে দেখা করতে বগটুই গ্রামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বলেন, ‘‘হয় আনারুল আত্মসমর্পণ করবে, না হলে তাঁকে গ্রেফতার করতে হবে।’’ তিনি আরও বলেন, অভিযোগ পেয়েও সময় মতো ব্যবস্থা গ্রহণ করেনি আনারুল৷ সময় মতো পুলিশ পাঠালে হয়তো এই ঘটনা আটকানো সম্ভব হতো৷ এর কয়েক ঘণ্টার মধ্যে তারাপীঠ থেকে আনারুলকে গ্রেফতার করা হয়৷