ক্ষমতায় আসলে সিঙ্গুরে শিল্প আনবেন! ‘কথা দিলেন’ শাহ

ক্ষমতায় আসলে সিঙ্গুরে শিল্প আনবেন! ‘কথা দিলেন’ শাহ

সিঙ্গুর: তিনটি দফার নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে পশ্চিমবাংলায়। চতুর্থ দফার নির্বাচনে একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় নির্বাচন যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য সিঙ্গুর। তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন যে তিনি এবার সিঙ্গুর থেকে ও নির্বাচন করতে চেয়েছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ভট্টাচার্যের অসম্মতি থাকায় লড়তে পারেননি। যদিও পরবর্তী ক্ষেত্রে মাস্টারমশাই বিজেপি শিবিরে নাম লিখিয়ে এখন সিঙ্গুরের বিজেপি প্রার্থী হয়েছেন। তাঁর সমর্থনে এদিন সিঙ্গুরে রোড শো করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সিঙ্গুরে বড় শিল্প আসবে।

এদিন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধানসভা নির্বাচনের পর রাজ্যে যদি বিজেপি সরকার আসে তাহলে ছোট কিংবা মাঝারি শিল্প নয়, সিঙ্গুরের বড় শিল্প আসবে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও বড় শিল্প আনবে বিজেপি বলে প্রতিশ্রুতি দেন অমিত শাহ। নির্বাচনের জন্য বিজেপি যে ইস্তেহার প্রকাশ করেছে সেখানেও শিল্প আনার কথা উল্লেখ করা হয়েছে। প্রসঙ্গত সেই প্রতিশ্রুতির ফের আজকে আরো একবার জনসমক্ষে দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, সিঙ্গুরে জনসভা করে সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানিয়েছিলেন যে ক্ষমতায় আসার পর সিঙ্গুরে নতুন শিল্প আনবেন তিনি। এখন সেই একই রকম প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল কংগ্রেসকে টক্কর দিতে চাইছে ভারতীয় জনতা পার্টির শিবির। 

আরও পড়ুন- ন্যূনতম ২০০ আসন চাই! শাসন করলে পাল্টা শাসনের হুঁশিয়ারি মমতার

এদিকে বহিরাগত ইস্যু নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিয়ে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মন্তব্য করেন, সিঙ্গুরে মানুষ রবীন্দ্রনাথ ভট্টাচার্যকে ভোট দেবেন, তিনি নিশ্চয়ই বহিরাগত নন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সামান্য জিনিস বুঝতে পারছেন না বলে কটাক্ষ করেন তিনি। এর পাশাপাশি ফের একবার এদিন তিনি দাবি করেন, আজকের যে জনসমাগম হয়েছে তা পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে বাংলায় ২০০-র বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে ভারতীয় জনতা পার্টি। যদিও মুখ্যমন্ত্রী কে হবেন সেই নিয়ে ইঙ্গিতপূর্ণ কোনো মন্তব্য করেননি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − two =