বিধাননগর: পাহাড়ে প্রচার সেড়ে বিধাননগরে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ৷ বহিরাগত ইস্যুতে একহাত নিলেন মমতাকে৷ সিএএ নিয়েও দিলেন কড়া বার্তা৷
আরও পড়ুন- প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা! ‘লঘু পাপে গুরুদণ্ড’, বললেন রাহুল সিনহা
এদিন অমিত শাহ বলেন, মা-মাটি-মানুষের স্লোগানে ভরসা করে বাংলার মসনদের ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সঁপেছিল বাংলার মানুষ৷ কমিউনিস্টদের তিন দশকের রাজত্বকালের পর মমতা দিদি কি পরিবর্তন আনতে পেরেছেন? তাঁর কথায়, দশ বছরে বাংলায় কোনও পরিবর্তন হয়নি৷ এখানে কাটমানি সংস্কৃতি শুরু হয়েছে৷ চলছে গুণ্ডাগিরি৷ অনুপ্রবেশ বন্ধ করা যায়নি৷ চারিদিকে ভ্রষ্টাচার৷ তবে ২ মে’র পর আসল পরিবর্তন হবে বাংলায়৷
আসল পরিবর্তনের অর্থ কি? এদিন সেই ব্যাখ্যাও দিলন কেন্দ্রীয় স্বরাষ্ট্রন্ত্রী৷ তিনি বলেন, আসল পরিবর্তন মানে বাংলার সুরক্ষা, বাংলার সংস্কৃতিকে পুনর্জীবিত করে ফের শীর্ষে পৌঁছে দেওয়া, মা-বোনেদের সুরক্ষা, বেকারদের জন্য রোজগারের বন্দোবস্ত করা৷ আসল পরিবর্তন মানে পরিকাঠামোর উন্নয়ন৷
তিনি বলেন, আজ উত্তরবঙ্গের মানুষের চোখে জল৷ অনুপ্রবেশকারীদের নিয়ে সমস্যায় জর্জরিত৷ ওখানে বেকারত্ব গ্রাস করেছে৷ গরিবের হকের চাল অনুপ্রবেশকারীদের পেটে চলে যাচ্ছে৷ গরিব না খেয়ে মরছে৷ বাংলা অসুরক্ষিত৷ অদূর ভবিষ্যতে কলকাতাতেও অনুপ্রবেশ হবে৷ কংগ্রেস, কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেস এই সমস্যা দূর করতে পারবে না৷ কারণ তাদের নজরে শুধুই ভোটব্যাঙ্ক৷ তবে প্রত্যেক শরণার্থীকে সিএএ আইনে নাগরিকত্ব দেওয়া হবে৷ সে মতুয়া, নমশুদ্র সমজাই হোক বা যে কোনও সমাজের লোকই হোক৷ আশ্বাস তাঁর৷ অমিত শাহের কথায়, ৭০ বছর ধরে যারা আমাদের দেশে অস্থায়ী ভাবে বসবাস করছেন, তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে৷ দিদি যতই এই বিরোধিতা করুক না কেন৷
শাহ বলেন, দিদি সব সময় বহিরাগতর কথা বলেন৷ আমি বহিরাগত নই৷ ভারতেই জন্মেছি৷ মৃত্যুর পর ভারতের মাটিতেই বিলীন হয়ে যাব৷ বাহিরাগত কাদের বলা হয়, সেই ধারনাই আপনার নেই৷ কমিউনিস্টদের আদর্শটা বহিরাগত৷ যেটা চিন থেকে এসেছে৷ কংগ্রেস নেতৃত্ব বহিরাগত৷ কারণ সেটা ইটালি থেকে এসেছে৷ আর অনুপ্রবেশকারীরা বহিরাগত৷ বিজেপি বহিরাগত নয়৷ কারণ এই দলের প্রতিষ্ঠা করেছিলেন বাংলারই পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷
আরও পড়ুন- ‘দিদি তো হেরে বসে আছেন!’ নন্দীগ্রাম প্রসঙ্গে চরম কটাক্ষ অধীরের
তাঁর তোপ, গত দশ বছরে ভাইপো কল্যাণ ছাড়া কোনও কিছু করেননি মমতা৷ রাজ্যের মানুষের বিকাশ নয়, ভাইপোর বিকাশের কথা ভেবেছেন তিনি৷ ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখেছেন তৃণমূল নেত্রী৷