কমিউনিস্টদের আদর্শ, কংগ্রেসের নেতৃত্ব বহিরাগত, মমতাকে বহিরাগত ব্যাখ্যা শাহের

কমিউনিস্টদের আদর্শ, কংগ্রেসের নেতৃত্ব বহিরাগত, মমতাকে বহিরাগত ব্যাখ্যা শাহের

বিধাননগর:  পাহাড়ে প্রচার সেড়ে বিধাননগরে প্রচারে ঝড় তুললেন অমিত শাহ৷ বহিরাগত ইস্যুতে একহাত নিলেন মমতাকে৷ সিএএ নিয়েও দিলেন কড়া বার্তা৷ 

আরও পড়ুন- প্রচারে ৪৮ ঘণ্টা নিষেধাজ্ঞা! ‘লঘু পাপে গুরুদণ্ড’, বললেন রাহুল সিনহা

এদিন অমিত শাহ বলেন, মা-মাটি-মানুষের স্লোগানে ভরসা করে বাংলার মসনদের ভার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে সঁপেছিল বাংলার মানুষ৷ কমিউনিস্টদের তিন দশকের রাজত্বকালের পর মমতা দিদি কি পরিবর্তন আনতে পেরেছেন? তাঁর কথায়, দশ বছরে বাংলায় কোনও পরিবর্তন হয়নি৷ এখানে কাটমানি সংস্কৃতি শুরু হয়েছে৷ চলছে গুণ্ডাগিরি৷ অনুপ্রবেশ বন্ধ করা যায়নি৷ চারিদিকে ভ্রষ্টাচার৷ তবে ২ মে’র পর  আসল পরিবর্তন হবে বাংলায়৷ 

আসল পরিবর্তনের অর্থ কি? এদিন সেই ব্যাখ্যাও দিলন কেন্দ্রীয় স্বরাষ্ট্রন্ত্রী৷ তিনি বলেন, আসল পরিবর্তন মানে বাংলার সুরক্ষা, বাংলার সংস্কৃতিকে পুনর্জীবিত করে ফের শীর্ষে পৌঁছে দেওয়া, মা-বোনেদের সুরক্ষা, বেকারদের জন্য রোজগারের বন্দোবস্ত করা৷ আসল পরিবর্তন মানে পরিকাঠামোর উন্নয়ন৷ 

তিনি বলেন, আজ উত্তরবঙ্গের মানুষের চোখে জল৷ অনুপ্রবেশকারীদের নিয়ে সমস্যায় জর্জরিত৷ ওখানে বেকারত্ব গ্রাস করেছে৷ গরিবের হকের চাল অনুপ্রবেশকারীদের পেটে চলে যাচ্ছে৷ গরিব না খেয়ে মরছে৷ বাংলা অসুরক্ষিত৷ অদূর ভবিষ্যতে কলকাতাতেও অনুপ্রবেশ হবে৷ কংগ্রেস, কমিউনিস্ট আর তৃণমূল কংগ্রেস এই সমস্যা দূর করতে পারবে না৷ কারণ তাদের নজরে শুধুই ভোটব্যাঙ্ক৷ তবে প্রত্যেক শরণার্থীকে সিএএ আইনে নাগরিকত্ব দেওয়া হবে৷ সে মতুয়া, নমশুদ্র সমজাই হোক বা যে কোনও সমাজের লোকই হোক৷ আশ্বাস তাঁর৷ অমিত শাহের কথায়, ৭০ বছর ধরে যারা আমাদের দেশে অস্থায়ী ভাবে বসবাস করছেন, তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে৷ দিদি যতই এই বিরোধিতা করুক না কেন৷   

শাহ বলেন, দিদি সব সময় বহিরাগতর কথা বলেন৷ আমি বহিরাগত নই৷ ভারতেই জন্মেছি৷ মৃত্যুর পর ভারতের মাটিতেই বিলীন হয়ে যাব৷ বাহিরাগত কাদের বলা হয়, সেই ধারনাই আপনার নেই৷ কমিউনিস্টদের আদর্শটা বহিরাগত৷ যেটা চিন থেকে এসেছে৷ কংগ্রেস নেতৃত্ব বহিরাগত৷ কারণ সেটা ইটালি থেকে এসেছে৷ আর অনুপ্রবেশকারীরা বহিরাগত৷ বিজেপি বহিরাগত নয়৷ কারণ এই দলের প্রতিষ্ঠা করেছিলেন বাংলারই পুত্র শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়৷ 

আরও পড়ুন- ‘দিদি তো হেরে বসে আছেন!’ নন্দীগ্রাম প্রসঙ্গে চরম কটাক্ষ অধীরের

তাঁর তোপ, গত দশ বছরে ভাইপো কল্যাণ ছাড়া কোনও কিছু করেননি মমতা৷ রাজ্যের মানুষের বিকাশ নয়, ভাইপোর বিকাশের কথা ভেবেছেন তিনি৷ ভাইপোকে মুখ্যমন্ত্রী করার স্বপ্ন দেখেছেন তৃণমূল নেত্রী৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ক্ষমতায় এলেই শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, CAA নিয়ে মমতাকে একহাত শাহের

ক্ষমতায় এলেই শরণার্থীদের নাগরিকত্ব প্রদান, CAA নিয়ে মমতাকে একহাত শাহের

বসিরহাট: বসিরহাট থেকে ফের নাগরিকত্ব নিয়ে সরব অমিত শাহ৷ শরণার্থীদের দিলেন নাগরিকত্ব প্রদানের প্রতিশ্রুতি৷ সেইসঙ্গে একহাত নিলেন মমতাকে৷   

আরও পড়ুন- শীতলকুচিকাণ্ডের প্রতিবাদ বিশিষ্টজনদের, ধর্মতলায় শামিল কবীর সুমন

এদিন অমিত শাহ বলেন, সম্প্রতি তৃণমূল কংগ্রেসের এক নেত্রী বলেছেন, দলিত সমাজের মানুষ স্বভাবে ভিখারি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে মতুয়া, নমশুদ্র, রাজবংশী সমাজ গৌরবের সঙ্গে মাথা উঁচু করে বাঁচেন আপনি তাঁদের ভিখারি বলছেন? তাঁদের অপমান করছেন? দিদি আপনার মধ্যে একটুও লজ্জা অবশিষ্ট থাকলে ওই নেত্রীকে আপনি আজই বিদায় জানান৷ তবে আমি জানি আপনি তা করতে পারবেন না৷ 

এদিন শাহ আরও বলেন, মমতা দিদি সিএএ-র বিরোধিতা করছেন৷ এর একটাই কারণ নমশুদ্র, মতুয়া সমাজ আর শরনার্থীরা নাগরিকত্ব পেতে চলেছে৷ যে শরণার্থীরা এসেছেন তাঁদের নাগরিকত্ব পাওয়া কি উচিত নয়? প্রশ্ন তাঁর৷ তিনি বলেন, আমি বুঝতে পারি না এতে দিদির সমস্যা কোথায়? যারা ৭০ বছর ধরে এখানে শরণার্থী হয়ে আছেন, তাঁরা নাগরিকত্ব পেলে দিদির কি অসুবিধা হবে? তিনি বলেন, আসলে দিদির ভয়, এর ফলে অনুপ্রবেশকারীরা রেগে যাবে৷ এই অনুপ্রবেশকারীরাই এখানে ঢুকে দাঙ্গা করছে৷ কমিউনিস্ট, কংগ্রেস আর দিদি এই অনুপ্রবেশকারীদের রুখতে পারবে না৷ অনুপ্রবেশকারীদের একমাত্র রুখতে পারে বিজেপি৷ বিজেপি সরকার গঠিত হলে অনুপ্রবেশকারী তো দূর, একটা পাখিও ঢুকতে পারবে না৷ 

আরও পড়ুন- শীতলকুচিতে নিহত চার জনের জন্য চোখে জল দিদির, বিজেপি কর্মীর মৃত্যুতে জল আসে না কেন?

তিনি বলেন, ক্ষমতায় আসার পরেই সিএএ-র বিরুদ্ধে দিদি যে প্রস্তাব দিয়েছিল তা খারিজ করা হবে৷ শরণার্থীদের জন্য মুখ্যমন্ত্রী শরণার্থী কল্যাণ যোজনা চালু করা হবে৷ বছরে ১০ হাজার টাকার সাহায্য করা হবে তাঁদের৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

শীতলকুচিতে নিহত চার জনের জন্য চোখে জল দিদির, বিজেপি কর্মীর মৃত্যুতে জল আসে না কেন?

শীতলকুচিতে নিহত চার জনের জন্য চোখে জল দিদির, বিজেপি কর্মীর মৃত্যুতে জল আসে না কেন?

বসিরহাট: চতুর্থ দফা ভোটে বাংলা দেখেছে রক্তের হোলি খেলা৷ খোয়া গিয়েছে পাঁচটি তাজা প্রাণ৷ এর মধ্যে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছে চার জনের৷ যা নিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ রবিবার বসিরহাটের জনসভায় অমিত শাহের মুখেও উঠে এল সেই শীতলকুচির প্রসঙ্গ৷ এই ঘটনার জন্য সরাসরি মুখ্যমন্ত্রীকেই দায়ী করলেন তিনি৷ 

আরও পড়ুন- দিদির মতো বড় নেত্রীর বিদায়ও ধুমধাম করেই হবে, মমতাকে শাহী আক্রমণ

এদিন অমিত শাহ বলেন, গতকাল কোচবিহারের শীতলকুচিতে একটি দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে৷ কিছু যুবক দিদির উস্কানিতে এসে বুথে হামলা চালায়৷ সিআইএসএফ-এর অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করে৷ বাধ্য হয়ে সিআইএসএফ-কে গুলি চালাতে হয়৷ যার ফলে চার জনের মৃত্যু হয়৷ এটি খুবই দুর্ভাগ্যজনক ঘটনা৷ কিন্তু আমি জানতে চাই কেন তাঁরা এই দুঃসাহস দেখাল? 

তাঁর কথায়, কিছুদিন আগে ওখানে মমতার সভা ছিল৷ উনি প্রকাশ্যে মাইক হাতে সরাসরি বলেন, যুবক-মহিলারা এগিয়ে আসুন৷ কেন্দ্রীয় বাহিনীকে ঘেরাও করুন৷ তাদের উপর হামলা করুন৷ সে কারণেই এই ঘটনা ঘটেছে৷ শাহ বলেন, দিদি আপনি তো একথা বলে হুইল চেয়ারে বসে চলে গিয়েছিলেন৷ কিন্তু আপনার জন্য ওই চার যুবকের মৃত্যু হল৷ শুধু তাই নয় ওই কেন্দ্রেই গতকাল সকালে বিজেপি’র এক কর্মীরও মৃত্যু হয়েছে৷ তৃণমূলের গুণ্ডারা প্রকাশ্য দিবালোকে সকাল সাড়ে সাতটার সময় গুলি করে খুন করেছে তাঁকে৷ 

আরও পড়ুন- গলায় কালো উত্তরীয়, হাতে মোমবাতি! শীতলকুচির প্রতিবাদে রাস্তায় মমতা

মমতার বিরুদ্ধে তোপ দেগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আপনি এই চারজনের জন্য চোখের জল ফেলছেন৷ হায় হুতাশ করছেন৷ কর্মসূচি ফেলে ওখানে যাচ্ছেন৷ কিন্তু আমি জানতে চাই বিজেপি’র যে কর্মীর প্রাণ গেল, তার জন্য আপনার কোনও দায়িত্বই কি নেই? তাঁর জন্যেও দিদির চোখের জল পরা উচিত নয় কি? কিন্তু তা হয়নি৷ তিনি বলেন, দিদি আপনি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী৷ ভোট ব্যাঙ্কের ক্ষতি হলে আপনার চোখে জল আসে৷ অথচ রাজবংশী সমাজের একজন যুবকের প্রাণ চলে গেল, আর এর জন্য আপনি একটুও দুঃখিত নন৷ আসলে দিদি ভোট ব্যাঙ্কের রাজনীতি করেন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

দিদির মতো বড় নেত্রীর বিদায়ও ধুমধাম করেই হবে, মমতাকে শাহী আক্রমণ

দিদির মতো বড় নেত্রীর বিদায়ও ধুমধাম করেই হবে, মমতাকে শাহী আক্রমণ

বসিরহাট:  ফের রাজ্য রাজনীতিতে প্রচারে শাহী ঝড়৷ বসিরহাট থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঝাঁঝাল আক্রমণ শানালেন তিনি৷ বললেন, দিদির বিদায় নিশ্চিত৷ তবে তাঁর মতো বড় নেত্রীর বিদায়ও বড় হওয়া উচিত৷ ২০০-র বেশি আসনে জিতে সেটাই করবে বিজেপি৷   

আরও পড়ুন- বাহিনীকে বুক লক্ষ্য করে গুলি মারতে বলছেন সায়ন্তন! পুরনো ভিডিও ভাইরাল

এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘‘দিদি এখন ক্ষিপ্ত হয়ে আছেন৷ প্রতিদিন একই কথা বলে চলেছেন, অমিত শাহ ইস্তফা দিক৷ দিদি, মানুষ বললে আমি ইস্তফা দিয়ে দেব৷ কিন্তু আপনি তৈরি থাকুন৷ ২ মে আপনাকে নিশ্চিতভাবেই ইস্তফা দিতে হবে৷’’ শাহ আরও বলেন, দেশের মানুষ, বাংলার মানুষ চাইলে নত মস্তক হয়ে আমি ইস্তফা দেব৷ কিন্তু তার আগে ২ মে ২ টোর সময় রাজ্যপালের কাছে গিয়ে ইস্তফা দিতে হবে আপনাকে৷ সেই জন্য প্রস্তুত থাকুন৷ দিদির পরাজয় নিশ্চিত৷
 

আরও পড়ুন- গলায় কালো উত্তরীয়, হাতে মোমবাতি! শীতলকুচির প্রতিবাদে রাস্তায় মমতা

তাঁর কথায়, এবারের নির্বাচন বিজেপি আর তৃণমূলের মধ্যে লড়াই নয়৷ এবারের নির্বাচনে লড়াই বাংলার মা, বোন, মহিলা শক্তি আর তৃণমূল কংগ্রেসের মধ্যে৷ বাংলার যুব শক্তি, বাংলার গরিব মানুষ, কৃষক, সবাই আপনার সামনে লড়ছে৷ তোপ দেগে অমিত শাহ বলেন, দিদি অনেক বড় নেত্রী৷ দশ বছর ধরে বাংলায় রাজত্ব করেছেন৷ দেশের সবাই ওঁনাকে চেনেন৷ তাই ওঁনার বিদায় ছোটখাটো হলে কি ভালো লাগবে? ধুমধাম করেই ওঁনাকে বিদায় দিতে হবে৷  ২০০-র বেশি আসনে জিতে ওঁনাকে বিদায় করতে হবে৷ বিজেপি’র সকল প্রার্থীকা জয়ী করতে হবে বলেও আহ্বান জানান তিনি৷ আওয়াজ তোলেন পরিবর্তনের৷ বলেন, ২ মে সোনার বাংলা গঠনের কাজ শুরু হবে৷  


 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

‘মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে’, বাংলায় দাঁড়িয়ে হুঁশিয়ারি অমিত শাহের

‘মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে’, বাংলায় দাঁড়িয়ে হুঁশিয়ারি অমিত শাহের

কলকাতা: বিধানসভা ভোটের আগে দু’দিনের সফরে বঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ দলীয় নেতাদের সঙ্গে নিয়ে তৈরি করবেন ২১-এর ভোট যুদ্ধের রণকৌশল৷ সফরের শুরুতেই এদিন সকালে বাঁকুড়ায় পৌঁছন অমিত শাহ৷ বাঁকুড়ার সভা থেকে রাজ্যে পরবর্তনের ডাক দিলেন তিনি৷ মানুষের স্বার্থে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার হুংকার দিলেন তিনি৷ সুর চড়িয়ে শাহ বলেন, ‘‘মমতা সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গিয়েছে৷ রাজ্যে পরিবর্তন আসন্ন৷’’

আরও পড়ুন- অমিত সফরের আগেই বড় চমক মমতার! মতুয়াদের জন্য উদার মুখ্যমন্ত্রী

বৃহস্পতিবার সকালে হেলিকপ্টারে করে বাঁকুড়া পৌঁছন অমিত শাহ৷ বাঁকুড়ার পুয়াবাদান মোড়ে জনসভা থেকে রাজ্য থেকে তৃণমূল সরকারকে উপড়ে ফেলার ডাক দেন তিনি৷ শাহ বলেন, রাজ্যে যে ভাবে দমনপীড়ন চলছে, ভারতীয় জনতা পার্টির কর্মীদে উপর যে ভাবে ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নীপিড়ন চলছে, তাতে আমি নিশ্চিত মমতা সরকারের মৃত্যুর ঘণ্টা বেজে গিয়েছে৷ আগামী দিনে এখানে সরকার গড়বে বিজেপি৷ তিনি আরও বলেন, বাংলায় অনেক সীমান্ত রয়েছে৷ দেশের সুরক্ষা অনেকটাই বাংলার সঙ্গে যুক্ত৷ দেশের সুরক্ষাকে সুনিশ্চিত করতে, বাংলার যুবকদের রোজগার দিতে, গরিব মানুষদের দারিদ্র থেকে মুক্তি দেওয়ার জন্য তৃণমূল সরকারকে উপড়ে ফেলতে হবে৷ বিজেপি ক্ষমতায় এলে মোদীজির নেতৃত্বে আগামী দিনে এ রাজ্যে সোনার বংলা গড়ে উঠবে বলেও মন্তব্য করেন তিনি৷ অমিত শাহ বলেন, কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প থেকে রাজ্যের মানুষ বঞ্চিত হচ্ছে৷ চারিদিকে মানুষের ক্ষোভ দেখতে পাচ্ছি৷ রাজ্যে পরিবর্তন আসন্ন৷    

আরও পড়ুন- ভোটের আগে কল্পতরু মমতা, আর্থিক সহযোগিতার কথায় একহাত নিলেন কেন্দ্রকে

এদিন সফরের শুরুতেই বীরসা মুণ্ডার ছবিতে মাল্যদান করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী৷ এর পর রবীন্দ্রভবনে  বিজেপি’র সাংগঠনিক বৈঠক করবেন তিনি৷ এদিন দুপুরে চতুর্দিহি গ্রামে এক আদিবাসী পরিবারে মধ্যাহ্ন ভোজের পরিকল্পনা রয়েছে তাঁর৷ ৩ টে থেকে ৫ টা পর্যন্ত বিভিন্ন সামাজিক সংগঠন এবং বিশিষ্টদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ৷ দিনভর কর্মসূচি সেরে এদিন রাতেই কলকাতায় ফিরে আসবেন তিনি৷ থাকবেন নিউটাউনের হোটেল৷ সেখানে বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করার কথা তাঁর৷ 
 

শুক্রবার দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দেবেন অমিত শাহ৷ সকালে ১০টা নাগাদ দক্ষিণেশ্বরে বিশেষ পুজোয় অংশ নেবেন তিনি৷ ওই দিন বিশিষ্ট সঙ্গীতশিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে যাবেন৷ থাকবেন বিজেপির হেভিওয়েট নেতারও৷ অজয় চক্রবর্তীর বাড়ি হয়ে নিউটাউনে এক দলিত পরিবারে মধ্যাহ্নভোজ করবেন অমিত শাহ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *