গলায় কালো উত্তরীয়, হাতে মোমবাতি! শীতলকুচির প্রতিবাদে রাস্তায় মমতা

গলায় কালো উত্তরীয়, হাতে মোমবাতি! শীতলকুচির প্রতিবাদে রাস্তায় মমতা

86abb53eed0432d410b04bbdae792efd

বর্ধমান: গতকাল কোচবিহারের শীতলকুচিতে যে ঘটনা ঘটে গিয়েছে তার প্রতিবাদে এদিন কাল উত্তরীয় পড়ে এবং মোমবাতি হাতে নিয়ে রোড শো করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল ওই ঘটনার পরে তিনি ঘোষণা করেছিলেন যে আজ তিনি সেখানে যাবেন এবং মৃতদের পরিবারের সঙ্গে দেখা করবেন। কিন্তু পরবর্তী ক্ষেত্রে নির্বাচন কমিশন আগামী তিন দিনের জন্য সেখানে প্রবেশ নিষেধ করে দিয়েছে। সেই প্রেক্ষিতে আজ ভিডিও কলে মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে দিনদুপুরে বর্ধমানে গতকালের ঘটনার প্রতিবাদে রোড শো করলেন তিনি। 

গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যে, শীতলকুচির ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনের ডাক দেবে তৃণমূল কংগ্রেস এবং ‌প্রত্যেকটি জেলার ব্লকে ব্লকে কালো ব্যাজ করে প্রতিবাদ মিছিল বের হবে। সেই মতই আজ বর্ধমানে গায়ে কালো উত্তরীয় দিয়ে এবং মোমবাতি হাতে নিয়ে গতকালের ঘটনার প্রতিবাদে রোড শো করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালেই তিনি মৃতদের পরিবারের সঙ্গে কথা বলে জানিয়ে দিয়েছেন যে, প্রার্থী হিসেবে ভোট করার পর যে অর্থ পাবে তা থেকে নিহতদের পাশে দাঁড়াবেন তিনি। তিনি আশা করছেন এটা হয়তো মডেল কোড অফ কন্ডাক্ট লংঘন করবে না। যদিও এটাকে এখন তিনি ‘মোদী কোড অফ কন্ডাক্ট’ বলছেন। 

ভিডিও কলে গতকালের ঘটনায় নিহতদের পরিবারের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত মনিরুল হক এবং শেখ হামিদুলের দাদার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলিয়ে দেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়। ভিডিও কলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের বলতে শোনা যায়, ভোট দেওয়ার জন্য বুথের বাইরেই দাঁড়িয়েছিল তারা। সেই সময় একদল কেন্দ্রীয় বাহিনী হঠাৎ এসে গুলি চালায় এবং পালিয়ে যায়। এই প্রেক্ষিতে তাদের প্রশ্ন, ভোট দিতে এসে যদি তাদের এই ভাবে মরতে হয় তাহলে এই আইন কিসের জন্য। তাদের কথা শুনে মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বস্ত করে বলেন যে তিনি যতটা পারবেন ব্যবস্থা করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *