BSF-এর সঙ্গে সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে সাফ জানালেন শাহ

BSF-এর সঙ্গে সীমান্ত রক্ষার দায়িত্ব রাজ্যেরও, পূর্বাঞ্চল পরিষদের বৈঠকে সাফ জানালেন শাহ

কলকাতা:  পূর্ব নির্ধারিত সময় মেনেই শনিবার নবান্নের সভাগৃহে বসেছিল পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক৷ ওই বৈঠকে পূর্বাঞ্চলের সীমান্তবর্তী রাজ্যগুলির উদ্দেশে কেন্দ্রীয় স্বারাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব কেবলমাত্র সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-র নয়। সীমান্ত রক্ষার দায়িত্ব নিতে হবে রাজ্য সরকারকেও। শনিবার নবান্ন সভাগৃহে বৈঠকে যোগ দিয়েছিল পশ্চিমবঙ্গ-সহ পূর্ব ভারতের অন্য তিন রাজ্য বিহার, ওড়িশা ও ঝাড়খণ্ডের প্রতিনিধিরাও৷ সেখানেই বিএসএফ সংক্রান্ত আলোচনায় সীমান্ত সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের অবস্থান স্পষ্ট করে দেন শাহ৷ 

আরও পড়ুন- একান্ত বৈঠক হল! কী আলোচনা করতে পারেন মমতা-অমিত

গত বছর অক্টোবর মাসে কেন্দ্রীয় সরকার বিএসএফের এক্তিয়ারে কতটা এলাকা থাকবে জানানোর পরই স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে তীব্র বিবাদ বেধেছিল রাজ্যের। সেই বিষয়ে বৈঠকে আলোচনা না হলেও, সীমান্ত রক্ষার ক্ষেত্রে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের মধ্যে পারস্পরিক সম্পর্ক বজায় রেখেই যে চলতে হবে, এদিন তা স্পষ্ট করে দিয়েছেন অমিত শাহ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, শনিবারের বৈঠকে শাহ বলেছেন, ‘‘সীমান্ত নিরাপত্তার দায়িত্ব যতটা  বিএসএফের,  ঠিক ততটাই রাজ্যের৷ কেন্দ্রীয় সরকার সীমান্ত নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তা-ভাবনা করছে। আগের সরকারের কাজে অনেক খামতি ছিল। আমরা তার অনেকটাই পূরণ করতে পেরেছি৷ আরও উন্নয়নের জন্য এগিয়ে চলেছি।’’