একান্ত বৈঠক হল! কী আলোচনা করতে পারেন মমতা-অমিত

একান্ত বৈঠক হল! কী আলোচনা করতে পারেন মমতা-অমিত

c755d9df05a99943730b7244c57ea374

কলকাতা: নির্ধারিত সময় মেনেই পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক এদিন হয়ে গেল নবান্নের সভাঘরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নেতৃত্বে এই বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ছিলেনই, একই সঙ্গে উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তবে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক নিজে আসতে না পারলেও মন্ত্রিসভার দুই প্রতিনিধি পাঠিয়েছিলেন। তবে সকলের নজর ছিল যে, এই বৈঠকের পর মমতা-অমিত শাহ একান্ত বৈঠক করেন কিনা। সেই বৈঠকও হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: বঙ্গ নেতৃত্বের সঙ্গে কিছুক্ষণের বৈঠক শাহের, কী বার্তা এল

নবান্ন সূত্রে খবর, পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক সেরেই ১৪ তলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরে ঢোকেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রায় ২০-২২ মিনিট তাঁদের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। দীর্ঘ দিন ধরে বিভিন্ন ইস্যুতে দ্বিমত পোষণ করেছেন এই দুই রাজনৈতিক শীর্ষ ব্যক্তি। সাম্প্রতিক সময়ে সেই মতামতের দূরত্ব আরও বেশি বৃদ্ধি পেয়েছে। যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয় আঘাত থেকে শুরু করে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি নিয়ে অমিত শাহকে আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই তাঁদের মধ্যে একান্ত কী বৈঠক হয় সেই নিয়ে ছিল কৌতূহল। অনুমান করা হচ্ছে, সীমান্ত এবং কেন্দ্রীয় বেশকিছু প্রকল্প নিয়েই দুজনের বৈঠক হয়েছে।

তাহলে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠকে কী নিয়ে আলোচনা হল? মনে করা হচ্ছে, পূর্বাঞ্চলের রাজ্যগুলির মধ্যে সমন্বয়, নিরাপত্তা, সমস্যা সমাধান নিয়ে চর্চা হয়েছে। তবে এই বৈঠকের আগে আবার বিজেপির সদর কার্যালয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরেছেন অমিত শাহ। সেই বৈঠক থেকে আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে কিছু বার্তা দিয়েছেন অমিত শাহ বলে খবর। রাতে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন শাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *