উত্তরবঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ! দিনক্ষণ ঠিক হওয়ার অপেক্ষা

উত্তরবঙ্গ সফরে আসতে পারেন অমিত শাহ! দিনক্ষণ ঠিক হওয়ার অপেক্ষা

কলকাতা: বাংলার বিধানসভা নির্বাচনের আগে একাধিকবার রাজ্য সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জায়গায় জায়গায় সভা এবং মিছিল করেছেন। রাজ্যের অন্যান্য জেলার মতোই তাঁর সফরে গুরুত্ব পেয়েছিল উত্তরবঙ্গ। লোকসভা নির্বাচনের তুলনায় বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল করেনি বিজেপি কিন্তু ফলাফল প্রকাশের পর এখন উত্তরবঙ্গ ভাগের দাবি উঠতে শুরু করেছে বিজেপির পক্ষ থেকে। সেই নিয়ে বাংলার রাজনৈতিক উত্তাপ তুঙ্গে। আর ঠিক এই আবহেই ফের একবার উত্তরবঙ্গ সফরে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলে জানা গিয়েছে। আগামী সেপ্টেম্বর মাসেই তিনি আসতে পারেন বলে খবর।

আরও পড়ুন- ওনাম উৎসবের পর কেরলে বাড়ল করোনা সংক্রমণ

আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা থেকে শুরু করে অন্য এক সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামানিক পর্যন্ত উত্তরবঙ্গ ভাগের দাবি তুলেছেন। বেশ কয়েকজন বিজেপি বিধায়ক তাদের সমর্থন করেছেন। প্রাথমিকভাবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর বিরোধিতা করলেও সম্প্রতি কার্যত ইঙ্গিত দিয়েছেন যে তিনি তাঁদের বক্তব্য সমর্থন করছেন। এদিকে আবার এই ইস্যুতে বিজেপিকে চরম তুলোধোনা করেছে তৃণমূল কংগ্রেস। সব মিলিয়ে বাংলা ভাগের ইস্যু এখন গোটা পশ্চিমবঙ্গে জুড়ে আলোচ্য বিষয়। তাৎপর্য পূর্ণ ব্যাপার, বাংলা ভাগের বক্তব্য রাখার পরেই কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায় রদবদল হয়েছে সেখানে সুযোগ পেয়েছেন উত্তরবঙ্গের দুজন সাংসদ। তখনই একটা পরোক্ষ ইঙ্গিত মিলেছিল যে হয়তো কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তাদের বক্তব্য সমর্থন করে। এবার শোনা যাচ্ছে সেই নেতাদের অনুরোধ মেনেই উত্তরবঙ্গ সফরে আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আরও পড়ুন- কোভিডের নয়া প্রজাতি বাতাসেও সংক্রমণ ছড়াবে!

উল্লেখযোগ্য ব্যাপার, আগামী মাসেই বেশ কয়েকদিনের উত্তরবঙ্গ সফর করার কথা রয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই মাসেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যদি উত্তরবঙ্গ সফরে আসেন তাহলে বাংলার রাজনৈতিক আবহ যে আরও বেশি উত্তেজনায় ভরে যাবে তা বলাই বাহুল্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − fourteen =