কলকাতা: ১২ এপ্রিল রাজ্যে রয়েছে উপনির্বাচন, ১৬ এপ্রিল ফলাফল। আর ঠিক সেই দিনেই রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ১৬ এবং ১৭ এপ্রিল, দু’দিনের রাজ্য সফরে তিনি আসছেন বলেই আপাতত জানা গিয়েছে। একাধিক সরকারি কর্মসূচি তো আছেই, পাশাপাশি বাংলার দলীয় নেতৃত্ব এবং বিধায়কদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি এমন সম্ভাবনাও প্রবল।
আরও পড়ুন- নাটকীয় বাঁক, CBI দফতর নয়, সোজা এসএসকেএম-এ পৌঁছলেন অনুব্রত
বিজেপি সূত্রে জানা গিয়েছে, এই মাসেই অমিত শাহের রাজ্যে আসার কথা ছিল, কিন্তু এতদিনে নির্দিষ্ট দিনক্ষণ ঠিক করা হয়নি। তবে এবার জানা গেল যে তিনি ১৬-১৭ তারিখ রাজ্যে থাকছেন। আনুষ্ঠানিকভাবে কী কী কর্মসূচি তাঁর রয়েছে সেটা ঘোষণা এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি। আগামী কয়েক দিনে তা স্পষ্ট হয়ে যাবে বলেই অনুমান। এছাড়াও ২০২১ বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার তিনি বাংলা সফরে আসছেন। তাই তাঁর এই সফর ভীষণ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ এই ক’দিনে অনেক কিছুই ঘটে গিয়েছে রাজ্যে। তিনি এসে সেই সংক্রান্ত বিষয়ে কোনও মন্তব্য করেন কিনা, এখন সেটাই দেখার।
ভোট পরবর্তী হিংসা থেকে শুরু করে হালের রামপুরহাট, ঝালদা কাণ্ড, সব নিয়ে বেশ চাপে রয়েছে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপি বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে এইসব ইস্যু তুলে ধরে সরব হয়েছে। সিবিআই চাওয়া থেকে রাষ্ট্রপতি শাসন জারি হোক, এমন দাবিও তোলা হয়েছে। অন্যদিকে, রাজ্যপালের অপসারণ ইস্যু নিয়ে সম্প্রতি অমিত শাহের সঙ্গে দেখা করেছিল তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, সুদীপ বন্দ্যোপাধ্যায়। রামপুরহাট কাণ্ড নিয়েও তাঁদের মধ্যে কথা হয়েছিল। এখন এই আবহে অমিত শাহের বঙ্গ সফর কোন মোড় নেয় তাই দেখতে হবে।
আরও পড়ুন- বোমার আঘাতে নিমেষে মাটিতে লুটিয়ে পড়লেন ভাদু, কী ভাবে ‘খুন’? প্রকাশ্যে CCTV ফুটেজ
রাজ্য বিজেপি নেতৃত্বও এইবার বড় সুযোগ পেয়ে যাবে নিজেদের বক্তব্য তুলে ধরতে রাজ্যের বিভিন্ন ইস্যুতে। তারা এই সুযোগ কখনই হাতছাড়া হতে দেবে না। এসএসসি দুর্নীতি থেকে শুরু করে বাংলার আইনশৃঙ্খলার অবস্থা সম্পর্কে তারা যে অমিত শাহের সঙ্গে আলোচনা করতে চাইবে তা বলাই বাহুল্য। পাশাপাশি আরও জানা গিয়েছে, বিধানসভা ভোটের পর রাজ্যে বিজেপির ঠিক কী অবস্থান সেই সম্পর্কে জানতে চাইবেন অমিত শাহ। একই সঙ্গে সমগ্র পরিস্থিতি নিয়ে বঙ্গ বিজেপির কী বক্তব্য সেটাও শুনবেন তিনি।