সৌরভ আসবে শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না , বললেন অমিত শাহ, বিঁধল তৃণমূল

সৌরভ আসবে শুনে নিজেকে ধরে রাখতে পারলাম না , বললেন অমিত শাহ, বিঁধল তৃণমূল

656b5c83510588e7c6c0944d19d07d50

নয়াদিল্লি: ফিরোজশা কোটলা স্টিডিয়ামে আজ উন্মোচিত হল প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলির মূর্তি৷ এই উপলক্ষে অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি৷ এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একই মঞ্চে দেখা যায় তাঁকে৷ ওই অনুষ্ঠানে অমিত শাহ বলেন, জেটলিজি’র মূর্তি উন্মোচন করার প্রস্তাব পেয়েই মনে হয়েছিল, কোনও ক্রিকেটারের হাতে এই কাজ হলে কেমন হয়৷ সৌরভ গাঙ্গুলি আসবেন শুনে নিজেকে আর ধরে রাখতে পারলাম না৷ তৎক্ষণাৎ রাজী হয়ে গেলাম৷    

আরও পড়ুন- ‘কেষ্ট উন্নয়নটা ভালো বোঝে’, অনুব্রতর প্রশংসায় পঞ্চমুখ মমতা

অমিত শাহ আরও বলেন, রাজনীতির দুনিয়ায় স্পোর্টস ম্যান স্পিরিটের জন্য সকলেই অরুণ জেটলিকে চিনতেন৷ বহুমুখী প্রতিভা ছিল তাঁর৷ একধিক ক্ষেত্রে একসঙ্গে যোগদান করা, নিজেকে পিছনে রেখে কাজকে এগিয়ে নিয়ে যাওয়া, খ্যাতির চিন্তা না করে কাজ করাই ছিল তাঁর বৈশিষ্ট ছিল৷ 

অন্যদিকে, সৌরভ গাঙ্গুলির বিজেপি-তে যোগ দেওয়া নিয়ে যে জল্পনা তৈরি হয়েছে, সে বিষয়ে প্রশ্ন করা হলে তীব্র প্রতিক্রিয়া জানান তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়৷ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, কিছু দিন আগে খারাপ খেললেও এখন ভারত অস্ট্রেলিয়ায় ভালই খেলছে৷ এর থেকে কোনও ইঙ্গিত হয় কিনা আমার জানা নেই৷ কে কার সঙ্গে দেখা করল, সেটা রাজনীতির অঙ্গ নয়৷ ওই সাক্ষাতের কোনও ফল হলে তখন এই বিষয়ে প্রশ্ন করবেন৷ কে কি করছে, সেটাও তাঁর পক্ষে বলা সম্ভব নয় বলেও সাফ জানিয়ে দেয় সুব্রতবাবু৷   

আরও পড়ুন- মেলেনি ৯ মাসের বেতন, মলয়-ফিরহাদের সামনে শ্রমিক-বিদ্রোহ, ছেঁড়া হল মমতা-শোভনের পোস্টার

প্রসঙ্গত, গতকাল রাতে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে দেখা করার পর থেকেই সৌরভ গাঙ্গুলির বিজেপি যোগ নিয়ে জল্পনা তুঙ্গে৷ এ বিষয়ে প্রশ্ন করা হলে সৌরভ অবশ্য জানান, এটি সৌজন্যমূলক সাক্ষাৎ৷ ইডেনগার্ডেনে যে কাজ চলছে সে বিষয়ে জানাতে চেয়েছিলেন রাজ্যপাল৷ সে কারণেই রবিবার তাঁর রাজভবনে যাওয়া৷ এদিকে, বাংলায় এসে অমিত শাহ বলেছিলেন বিজেপি জিতলে মুখ্যমন্ত্রী হবেন ভূমিপুত্রই৷ তাই সব মিলিয়ে সৌরভের রাজনীতি যোগ নিয়ে জল্পনা বহুগুণ বেড়ে গিয়েছে৷ আগামী দিনে সৌরভের ভবিষ্যৎ পরিকল্পনা কী, তা এখনও কোটি টাকার প্রশ্ন৷    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *