হিন্দুদের রক্ত লেগে মমতার হাতে! ‘দুর্গা প্রতিমা’ তৈরিতে ক্ষুব্ধ অমিত

হিন্দুদের রক্ত লেগে মমতার হাতে! ‘দুর্গা প্রতিমা’ তৈরিতে ক্ষুব্ধ অমিত

কলকাতা: চলতি বছর দুর্গাপুজোয় বাগুইহাটির ক্লাব নজরুল পার্ক উন্নয়ন সমিতি দুর্গা প্রতিমা তৈরি করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে। সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াতে। আর এটাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির সবথেকে বড় হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টি শিবির বাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে হিন্দু ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ তুলছে। প্রাথমিকভাবে রাজ্য বিজেপির পক্ষ থেকে ক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল কিন্তু এখন দিল্লির কেন্দ্রীয় নেতারাও এই ইস্যুতে মুখ খুলছেন।

আরও পড়ুন- তালিবান সমর্থনকারী ভারতীয় মুসলিমরা বেশি ভয়ঙ্কর: নাসিরুদ্দিন

মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে দুর্গা প্রতিমা নির্মাণ করার ইস্যুতে মুখ খুলে চরম ক্ষোভ প্রকাশ করেছেন বিজেপির আইটি সেল প্রধান অমিত মালব্য। তিনি স্পষ্ট ভাবে বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নিষ্পাপ বাঙালিদের রক্ত লেগে রয়েছে। ভোট-পরবর্তী হিংসায় বাংলার কী অবস্থা তারা সকলেই জানেন। আর এইভাবে হিন্দু ভাবাবেগে আঘাত দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁর এটা বন্ধ করা উচিত। এইভাবে মা দুর্গাকেও অপমান করা হচ্ছে। এই কথা লিখে তিনি টুইট করেছেন। এই বক্তব্যের পর সোশ্যাল মিডিয়াতেও মিশ্র প্রতিক্রিয়া এসেছে।

যদিও যে পুজোর জন্য এই প্রতিমা নির্মাণ হচ্ছে সেই পুজো উদ্যোক্তারা বলছেন, হিন্দু ভাবাবেগে আঘাত বা বাঙালির দুর্গাপূজাকে অপমান করার কোন মনোভাব তাদের নেই। বরং এই মূর্তিতে পুজো হবে না কারণ যে মূর্তির পুজো হবে তা সম্পূর্ণ আলাদা। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে মূর্তি গড়া হচ্ছে তার কারণ এটাই তাদের থিম, ‘মমতা তুমি ভরসা।’ কারণ তাদের পুজোতে মা দুর্গা মহিষাসুরমর্দিনী নন, তিনি আমজনতার প্রতিনিধি। তারা এও জানাচ্ছেন যে, তাদের প্যান্ডেল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের আদলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *