খুলল সংযুক্ত মোর্চার আসন জট! চূড়ান্ত ঘোষণা শীঘ্রই

খুলল সংযুক্ত মোর্চার আসন জট! চূড়ান্ত ঘোষণা শীঘ্রই

822bb8740dd61f794c402d58dcff9e09

 

কলকাতা: অবশেষে আসন জট কাটার পথে সংযুক্ত মোর্চার। দীর্ঘ কয়েক দফা বৈঠকের পরেও চূড়ান্ত সিদ্ধান্তে আসতে পারছিল না কংগ্রেস, বামফ্রন্ট এবং ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। তবে আপাতত জোটের সেই জট কাটার পথে। জানা গিয়েছে মোটামুটি সব আসনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হলেও আর মাত্র ২-৩ টি আসন নিয়ে স্বল্প আলোচনা বাকি। তাহলেই জোট জল্পনার নিরসন ঘটে যাবে। 

আরও পড়ুন- শিল্পপতি পরিবারে বধূর রহস্যমৃত্যু, আত্মহত্যা? নাকি খুন!

সূত্রের খবর, ইতিমধ্যেই ৯২ টি আসন তালিকা কংগ্রেসের কাছে পাঠিয়ে দিয়েছেন বিমান বসু, সূর্যকান্ত মিশ্ররা। সেই তালিকা দেখার পরেই মনে করা হচ্ছে বাম-কংগ্রেস-আইএসএফ আসন রফা কার্যত চূড়ান্ত হয়ে যাবে। শেষ পাওয়া খবরে অনুযায়ী, কংগ্রেস লড়ছে চলেছে ওই ৯২ টি আসনে, আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেক্যুলার ফ্রন্ট লড়বে ৩৭-৩৮ আসনে। বাকি আসনে লড়াই করবে বামেরা। এর পাশাপাশি জানা গিয়েছে, নিজেদের শরিক দলের সঙ্গেও আসন রফা নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করে ফেলেছে বামেরা। সব মিলিয়ে তিনটি মূল দলের শীর্ষ নেতৃত্ব আজ বিকেলে বৈঠক করে এই জোটের কথা ঘোষণা করে দেবে বলে অনুমান করা হচ্ছে। কারণ বিগত কয়েক দিন ধরেই এই সংযুক্ত মোর্চা নিয়ে নানা কথা ছড়িয়ে রয়েছে চারিদিকে। বিতর্ক যাতে না বাড়ে তার জন্য আগেভাগেই জোট নিয়ে ঘোষণা করতে চাইছে তারা। 

আরও পড়ুন- ত্রিপুরা মডেলে বাংলায় নির্বাচন হবে! হুঁশিয়ারি শুভেন্দুর 

সূত্র মারফত জানা গিয়েছে, শুক্রবার পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে ঘাসফুল শিবির। একসঙ্গে ২৯৪ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে জানা গিয়েছে, প্রথম দুই দফা নির্বাচনের জন্য আংশিক প্রার্থী তালিকা শুক্রবার ঘোষণা করতে পারে ভারতীয় জনতা পার্টি শিবির। ‌কমপক্ষে ৬০ কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার কথা রয়েছে তাদের। আগামী সোমবার অর্থাৎ ৮ মার্চ জোট দলগুলির প্রার্থী তালিকা ঘোষণা করার কথা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *