অস্ত্রপচারের জন্য ২০ হাজার? তোলাবাজির অভিযোগ NRS-এ

অস্ত্রপচারের জন্য ২০ হাজার? তোলাবাজির অভিযোগ NRS-এ

d347017c12e4f8efef382f6a04d9ea38

কলকাতা: প্রকাশ্যে চলছে তোলাবাজি৷ তাও আবার সরকারি হাসপাতালে৷ অস্ত্রপচারের জন্য চাওয়া হচ্ছে ২০ হাজার টাকা৷ এমনই অভিযোগ উঠল এনআরএস হাসপাতালে৷ অভিযোগ, যেখানে সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা করা হয়, সেখানে এক বৃদ্ধের অস্ত্রপচারের জন্য তাঁর পরিবারের কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী৷ তার উপর ওই বৃদ্ধের স্বাস্থ্যসাথী কার্ডও রয়েছে৷ এর পরেও কী ভাবে টাকা চাইলেন ওই স্বাস্থ্যকর্মী! রোগীর পরিবারের অভিযোগে নড়েচড়ে বসেছে হাসপাতাল কর্তৃপক্ষ৷ অভিযোগ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছেন হাসপাতালের ডেপুটি সুপার শর্মিলা মৌলিক৷ 

আরও পড়ুন- মার্চ পড়তেই বাড়ছে গরম! আগামী সপ্তাহে আবার বৃষ্টির সম্ভাবনা

ঠিক কী হয়েছিল? রোগীর পারিবার সূত্রে খবর, চলতি মাসের ১ তারিখ ৭৫ বছর-এর ওই বৃদ্ধকে এনআরএস হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি করা হয়৷ তাঁর ছেলে ইন্দ্রানুজ বসুর অভিযোগ,  বাবার অস্ত্রোপচারের জন্য তাঁকে নিউরো সার্জারি বিভাগে ডেকে পাঠানো হয়। সেখানে এক স্বাস্থ্যকর্মী অস্ত্রোপচারের জন্য তাঁর কাছ থেকে ২০ হাজার টাকা দাবি করেন। ইন্দ্রানুজ জানান, ওই স্বাস্থ্যকর্মী তাঁকে বলেছিলেন, অস্ত্রোপচারের জন্য যে যন্ত্রের প্রয়োজন সেটি হাসপাতালে পাওয়া যাবে না৷ বাইরে থেকে কিনে আনতে হবে৷ কোথায়, কার কাছ থেকে নিতে ওই যন্ত্র কিনতে হবে, তাও হাসপাতাল থেকে জানিয়ে দেওয়া হবে৷ যাঁর থেকে যন্ত্রটি কেনা হবে, তাঁকেই টাকাটা দিতে হবে৷ 

এদিকে ইন্দ্রানুজ জানান, তাঁর কাছে স্বাস্থ্যসাথী কার্ড রয়েছে। এর পরেও যন্ত্র কেনার নামে টাকা চাওয়া হচ্ছে৷ ওই স্বাস্থ্যকর্মী তাঁকে এও জানান, ওই অস্ত্র বাইরে থেকে কিনতে গেলে আড়াই লক্ষ টাকা খরচ করতে হবে। টাকা নিয়ে আলোচনার পরেই তিনি সোজা ডেপুটি সুপারের সঙ্গে যোগাযোগ করে অই বিষয়ে অভিযোগ জানান। ডেপুটি সুপার বলেন,  ‘তদন্ত চলছে৷ এখনও পর্যন্ত কোনও তথ্য পাওয়া যায়নি। আমি নিজে ওয়ার্ডে গিয়ে এ বিষয়ে খোঁজ নেব।’ সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে এসেও যদি টাকা দিতে হয়, তাহলে গরিব মানুষদের কী অবস্থা হবে? আক্ষেপ ইন্দ্রানুজের।