দমদম: দমদমের পর এবার নদিয়ার গাংনাপুর৷ শ্লীলতাহানির পর ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হল তরুণীকে৷ ট্রেনের কামরায় মহিলা যাত্রীকে উত্যক্ত করার পর চলন্ত ট্রেন থেকে ধাক্কা দিয়ে তাঁকে ফেলে দেওয়া হল৷
আরও পড়ুন- ‘শুভেন্দু কি সত্যিই ওঁর জামাই?’ রাজ্যপালকে তীব্র কটাক্ষ সৌগতর
শুক্রবার রাত ৯টা নাগাদ রানাঘাট থেকে ডাউন রানাঘাট-বনগাঁ লোকালে উঠেছিলেন ওই তরুণী৷ রাতের ওই ট্রেনে মহিলা কামরায় ওঠে দুই মদ্যপ যুবক৷ ট্রেনটি রায়নগর স্টেশন ঢোকার ঠিক আগে ওই তরুণীকে উত্যক্ত করতে শুরু করে দুই মদ্যপ যুবক৷ তাঁকে নানা রকম কটূক্তি করতে থাকে তারা৷ ওই যুবতী প্রতিবাদ জানান৷ সঙ্গে সঙ্গে ফোন করে বাড়িতে ঘটনার কথা বলেন৷ পরিস্থিতি বেগতিক দেখে ট্রেন থেকে তাঁকে ধাক্কা মেরে ফেলে যেয় ওই দুই অপরাধী৷ ট্রেন তখন সবে স্টেশনে ঢুকছে৷ প্ল্যাটফর্মের উপরেই পড়ে যান ওই যুবতী৷ এদিকে ট্রেন থামতেই উল্টোদিক দিয়ে লাফ দিয়ে নেমে পালায় এক যুবক৷ তবে এপর একজনকে ধরে ফলে স্থানীয় মানুষ৷ ওই যুবককে আটক করে নিয়ে আসে রানাঘাট জিআরপি৷ পরে বনগাঁ জিআরপি’র হাতে তাকে তুলে দেওয়া হয়৷
গুরুতর আহত অবস্থায় ওই যুবতীকে প্রথমে রানাঘাট মহকুমা হাসপাতাল এবং পরে তাঁকে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে নিয়ে আসা হয়৷ পরিবার সূত্রে খবর, কল্যাণীতে একটি বেসরকারি সংস্থায় কাজ শেষে রাতে বাড়ি ফিরছিলেন রানাঘাট থেকে বনগাঁ লোকাল ধরে। সেই সময় মহিলা কামরায় দুজন মত্ত যুবক ওঠে এবং তাঁকে উত্ত্যক্ত করে। শ্লীলতাহানির প্রতিবাদ করায় তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়৷ দমদমের পর এ ঘটনা আবারও ট্রেনে মহিলা কামরার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিল৷