কলকাতা: আরও একবার খারিজ হয়ে গেল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির ছাত্রনেতা কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের জামিনের আবেদন৷ তাঁদের সকলকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। সেই সঙ্গে সিবিআই তদন্ত নিয়ে এদিনও অসন্তোষ প্রকাশ করেন বিচারক। শ্রীরামকৃষ্ণের প্রসঙ্গ টেনে সিবিআই-এর উদ্দেশে বলেন – ‘‘রামকৃষ্ণের নাম শুনেছেন? তিনি ভক্তের ভগবান, কিন্তু গুরু কে? খুঁজে বের করুন অভিযুক্তদের গুরু কে।”
আরও পড়ুন- আসানসোল কম্বলকাণ্ডে BJP নেতা জিতেন-সহ পাঁচ জনের আগাম জামিন নাকোচ হাই কোর্টে
টেট মামলায় ইডির হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ৷ পরে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেয়। সেইসঙ্গে তাঁর সঙ্গী নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকেও হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার তাঁদের তিনজনকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে সকলেরই জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ তাঁদের জামিনের বিরোধিতা করে সিবিআই। তাদের দাবি, এঁরা সকলেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত৷ তাপস মণ্ডল যে টাকা তুলেছিল তা প্রভাবশালীদের কাছেও যেত। তাই তাঁদের হেফাজতে রেখে জেরা করাটা জরুরি।
এদিকে নীলাদ্রি ঘোষ সম্পর্কে তাঁর আইনজীবীর যুক্তি, উনি পাবলিক সার্ভেন্ট নন। শুধু মাত্র তাপসের কথা শুনে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাই তাঁকে জামিন দেওয়া যেতেই পারে৷ তিনি কোনও কিছুর সঙ্গে যুক্ত নয় বলেও দাবি তাঁর৷ এই যুক্তি শোনার পরেই বিচারকের প্রশ্ন, ‘‘এজেন্ট কে জানেন? গুরু কে? যিনি ভক্ত আর ভগবানের মাঝে থাকে। রামকৃষ্ণের নাম শুনেছেন? তিনি ভক্তের ভগবান, কিন্তু গুরু কে? খুঁজে বের করুন অভিযুক্তদের গুরু কে।”
বৃহস্পতিবার আদালতে তোলা হলে তাপস মণ্ডল জানান, তাঁকে যে সেলটিতে রাখা হয়েছে, সেটির অবস্থা খুবই খারাপ। তবে তিনি তদন্তে সহযোগিতা করছেন বলেই আদালতে উল্লেখ করে সিবিআই। সওয়াল-জবাব শেষে বিচারক তিন অভিযুক্তকেও ৯ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>