Aajbikel

আসানসোল কম্বলকাণ্ডে BJP নেতা জিতেন-সহ পাঁচ জনের আগাম জামিন নাকোচ হাই কোর্টে

 | 
জিতেন্দ্র

কলকাতা: কম্বল বিতরণকাণ্ডে অস্বস্তিতে আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির। তাঁর স্ত্রী তথা আসানসোলের বিজেপি কাউন্সিলর চৈতালি তিওয়ারির আগাম জামিনের আবেদন খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট৷ বৃহস্পতিবার দুপুরে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ জিতেন-সহ পাঁচ অভিযুক্তের আগাম জামিনের আবেদন নাকোচ করে দেন। এর আগে বৃহস্পতিবার সকালে চৈতালিরও আগাম জামিনের আবেদন খারিজ করে বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ।

আরও পড়ুন- বিকাশ মিশ্রকে 'সাহায্য'! জেল সুপারকে জরিমানা, জেলও হতে পারে বলল হাইকোর্ট

প্রসঙ্গত, গত বছর ১৪ ডিসেম্বর শিবচর্চা ও কম্বল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল আসানসোল শহরে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী৷ উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের বিরোধী দলনেত্রী চৈতালি তিওয়ারিও। ওই দিন শুভেন্দু নিজের হাতে বেশ কিছু কম্বল বিতরণ করার পর অনুষ্ঠান ছেড়ে চলে যান। তিনি যেতেই শুরু হয়ে যায় কম্বল নেওয়ার হুড়োহুড়ি। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩ জনের। আহত হন বেশ কয়েক জন।সেই ঘটনায় অনিচ্ছাকৃত খুন সহ তিনটি ধারায়  এফআইআর হয়। তাতেই নাম ছিল চৈতালি তিওয়ারি সহ মোট ১০ জনের।মামলা দায়ের করা হয় জিতেনের বিরুদ্ধেও। 


এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শুরু হয় জোর তরজা। পুলিশ প্রশাসন জানায়, এই সভা করার জন্য প্রশাসনের কাছ কোনও লিখিত অনুমতিই নেওয়া হয়নি। এর পরেই এই ঘটনায় মামলা দায়ের করা হয়। আসানসোল উত্তর থানায় মৃত ঝালী বাউড়ির পুত্র সুখেন অভিযোগ জানায়, সেই অভিযোগের ভিত্তিতে ৬ জনকে গ্রেফতার করে পুলিশ।   

 

Around The Web

Trending News

You May like