মোদীর ব্রিগেডে হাজির থাকতে পারেন বলিউডের খিলাড়ি! তৎপরতা তুঙ্গে

মোদীর ব্রিগেডে হাজির থাকতে পারেন বলিউডের খিলাড়ি! তৎপরতা তুঙ্গে

কলকাতা: আগামীকাল ব্রিগেডের জনসভা করতে শহরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেড প্রস্তুতি অনেকদিন আগে থেকেই শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি শিবির। এমনকি গতকাল প্রার্থী তালিকা প্রকাশ করার কথা থাকলেও সেই সিদ্ধান্ত থেকে পিছিয়ে এসেছে তারা শুধুমাত্র ব্রিগেডে মন দেবে বলে। রবিবাসরীয় বিজেপি ব্রিগেড নিয়ে ইতিমধ্যেই তৎপরতা তুঙ্গে। এখন জানা গিয়েছে, আগামীকালের ব্রিগেডে বড় চমক হয়ে আসছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। যদিও তিনি বিজেপিতে নাম লেখাবেন কিনা সে ব্যাপারে এখনো কিছু পরিষ্কার নয়।

আগামীকালের বিজেপি ব্রিগেড নিয়ে ইতিমধ্যে একাধিক ব্যবস্থা নিয়েছে রাজ্যের পুলিশ প্রশাসন। জানা গিয়েছে, যে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তৈরি থাকবে ৩৫০০-এরও বেশি পুলিশ। ব্রিগেড সভা স্থলকে ইতিমধ্যেই ছয়টি জোনে ভাগ করে দেওয়া হয়েছে। প্রত্যেক জোনের দায়িত্বে থাকবেন একজন করে ডিসি পদমর্যাদার আধিকারিক। একইসঙ্গে ড্রোনের মাধ্যমে নজরদারি চলবে এলাকাজুড়ে যা চালানো হবে লাল বাজার থেকে। এর পাশাপাশি হাওড়া এবং শিয়ালদহ স্টেশনে থাকবে পুলিশ পিকেটিং, এছাড়াও পুলিশ পিকেটিং থাকবে রেড রোড, পিটিএস সহ একাধিক রাস্তায়। আগামীকালের বিজেপির ব্রিগেডের আসার কথা রয়েছে মিঠুন চক্রবর্তীর। এর আগে জানা গিয়েছিল এই ব্রিগেড সভা থেকেই বিজেপিতে নাম লেখাতে চলেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বর্তমান বিসিসিআই সভাপতি তথা ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও দুজনের তরফ থেকেই জানিয়ে দেওয়া হয় যে এমন কোন ঘটনা ঘটছে না। তবে আগামীকাল যে বড় চমক রয়েছে তা এখনো পর্যন্ত দাবী করে চলছে বিজেপির। ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দিয়েছেন। তাই ব্রিগেডের আগে বড় চমক আজকেই পেয়ে গেল বঙ্গবাসী।

আরও পড়ুন: মোদীর ব্রিগেডে মিঠুনের বিজেপি যোগের জল্পনা তুঙ্গে, লাভবান হবে বাংলা, বললেন অর্জুন সিং

এদিন, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং রেলমন্ত্রী পীযুষ গোয়েলের হাত ধরে বিজেপি শিবিরে নাম লেখালেন প্রাক্তন এই তৃণমূল সাংসদ। আগামীকাল রয়েছে বিজেপির ব্রিগেড জনসভা। তার আগে দিল্লিতে এই দলবদল সার্বিকভাবে তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *