কলকাতা: একুশের নির্বাচনে বিজেপি’র ভরাডুবির পর থেকেই তথাগতর নিশানায় বিজেপি৷ রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে বারবার ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি৷ পাল্টা কটাক্ষও শুনতে হয়েছে তাঁকে৷ তবে তাঁর মুখ বন্ধ হয়নি৷ এদিন আরও একবার টুইটে বোমা ফাটালেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি ৷ তিনি লিখলেন, বিজেপি’র মজ্জায় মজ্জায় ক্যানসার৷
আরও পড়ুন- ”দেশের পরিস্থিতি ঠিক নয়, বিভাজনের রাজনীতি চলছে”, ইদে রেড রোড থেকে হুঙ্কার মমতার
মঙ্গলবার সকালে বিস্ফোরক টুইটটি করেন তথাগত রায়৷ কৈলাস বিজয়বর্গীয় ও দলকে নিশানা করে লেখেন, “সে ভেগেছে, না বললে এখন দলের মাথায় বসে থাকত। দলের মজ্জায় মজ্জায় এখন ক্যানসার ধরেছে, যদি বাঁচাতে হয় তা হলে ভয়াবহ অপারেশন ও কেমোথেরাপি অত্যাবশ্যক, না হলে রোগী বাঁচবে না। এইটুকু বলে বিদায় নিচ্ছি, যা ভাল বোঝ কর, আশীর্বাদ রইল।” তবে টুইটের শেষে কেন তিনি বিদায় নেওয়ার কথা লিখলেন তা এখনও স্পষ্ট নয়। তবে তাঁর এই টুইটে দল যে আরও একবার অস্বস্তিতে পড়ল, তা নিশ্চিত৷
তোমাকে জবাব দিতে আমি দায়বদ্ধ, তাই বলছি। Desperate situations call for desperate measures, ভয়াবহ অবস্থায় ভয়াবহ পদক্ষেপ নিতে হয়। যে প্রাণীটির ছবি আমি দিয়েছি সে এবং তার চতুষ্টয় যে কি করে দলের সর্বনাশ করেছে সেটা জানলে তুমি এসব বলতে না। আমি এসব প্রকাশ্যে বলেছি বলেই https://t.co/K9VflF4yHJ
— Tathagata Roy (@tathagata2) May 2, 2022
এর আগেও দলের একাধিকবার বিজেপি’র সমালোচনায় সোচ্চার হয়েছেন তথাগত৷ দলীয় নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। এমনকী টাকার বিনিময়ে তারকা প্রার্থীদের প্রার্থী করার মতো ভয়ঙ্কর অভিযোগও তুলেছেন তিনি। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। তবে তিনি নিজের অবস্থানে অনঢ় থেকেছেন৷ উল্টে তাঁর দাবি, তাঁর পরামর্শ না মানলে দলকে টিকিয়ে রাখাই কঠিন হয়ে দাঁড়াবে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>