কলকাতা: আজ খুশির ইদ৷ সেই উপলক্ষে কলকাতা রেড রোডে এক সমাবেশের আয়োজন করা হয়েছিল রাজ্য সরকারের তরফে। সেখানে নামাজ শেষে রাজ্যের মুসলিম ভাই-বোনেদের ইদের শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে শান্তি, সম্প্রীতির বার্তা দিয়েই একহাত নেন বিজেপিকে৷ বাংলার মানুষকে ‘বিভাজনকারী শক্তি’ থেকে সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ”দেশের পরিস্থিতি ঠিক নয়। দেশে ক্রমাগত বিভাজনের রাজনীতি চলছে। অশান্তি লাগানোর চেষ্টা চলছে।” রাজ্যবাসীকে তাঁর বার্তা, আমরা লড়াই চালিয়ে যাব। সবার জন্য আসবে ‘আচ্ছে দিন’৷
আরও পড়ুন- প্রেমের সম্পর্কে ‘না’, চরম পরিণতি কলেজছাত্রীর, সাড়ে তিন ঘণ্টার মধ্যে গ্রেফতার খুনি প্রেমিক
মমতা বলেন, ‘আমি বাংলার তরফে সবাইকে ইদ মুবারক জানাই। পুরো বিশ্ব যেন শান্তিতে থাকে। সেই সঙ্গে গোটা বিশ্ব দেখুক বাংলার ঐক্য৷ ওরা হিংসা করে। অপমান করে। আমাকে ওরা অনেক অপমান করেছেন। আগামী দিনে আরও অপমান করবে৷ করতে দিন, আমি ভয় পাই না৷ আমি ভীতু নই, কাফির নই। আমি লড়াই করি, লড়াই করতে জানি। আমরা মরতেও জানি, গড়তেও জানি। আমরা লড়তে জানি। ভয় পাবেন না, লড়াই করুন।’
সুর চড়িয়ে এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, ”আমরা মাথা নত করব না। আমাদের ঐক্যের বার্তা দিতে হবে। আমাকে লড়াইয়ের শক্তি দিয়েছে মানুষ।” নাম না করে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, ”বাংলার ঐক্য দেখে অনেকে হিংসে করেন। বাংলার মতো সাম্প্রদায়িক সম্প্রীতি অন্য কোনও রাজ্যে নেই। দেশের বিশেষ সম্প্রদায়কে আইসোলেট করে দেওয়া বরদাস্ত করব না। আমি থাকতে, তৃণমূল থাকতে বাংলায় বিভাজনের রাজনীতি বরদাস্ত করব না৷ এখানে হিন্দু-মুসলিম-শিখ সকলে একসঙ্গে মিলেমিশে থাকবে।” সেই প্রসঙ্গেই তিনি আরও বলেন, ‘‘এখানে হজ সেন্টার করে দেওয়া হয়েছে। এত বড় আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস তৈরি করা হয়েছে। উর্দু খুব সুন্দর একটা ভাষা । আমাদের উর্দু একাডেমিও আছে। আমি নিজেও উর্দুতে বই লিখেছি। ”
বিজেপি’কে একহাত নিয়ে মমতা বলেন, ”ধর্মের সুড়সুড়ি দিয়ে মানুষে মানুষে ভেদাভেদের রাজনীতি করছে। দেশকে যারা টুকরো করতে চাইছে তাদেরকে আমরাই সরাব। চিন্তা করবেন না।” সেই সঙ্গে মমতার আশ্বাস,”আপনাদের জন্য আচ্ছে দিন আসবে। মিথ্যে ‘আচ্ছে দিন’ নয়, সত্যিকারের আচ্ছে দিন আনবে তৃণমূল কংগ্রেস৷ সবাইকে সঙ্গে নিয়ে আচ্ছে দিন আনব।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>