হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে নতুন নির্দেশ, অ্যাডিনোভাইরাস ভীতি বাড়ছে

হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে নতুন নির্দেশ, অ্যাডিনোভাইরাস ভীতি বাড়ছে

5c2887612ede8774d0a78d1464db2883

কলকাতা: অল্পদিনের মধ্যেই অ্যাডিনোভাইরাস ভীতি বাড়ছে বাংলায়। কারণ দিনদিন আক্রান্তের সংখ্যা বাড়ছে শিশুদের মধ্যে। সম্প্রতি নতুন এক নির্দেশিকা জারি করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। এবার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি শিশুদের নিয়ে নতুন নির্দেশ দেওয়া হল। আরটিপিসিআর পরীক্ষা থেকে ভেন্টিলেটর ঠিক আছে কিনা, সব দেখে নিতে হবে বলে নির্দেশ এসেছে হাসপাতালগুলির কাছে। 

আরও পড়ুন- ‘ফ্রি’র দিন শেষ! এবার ফেসবুক-ইন্সটাগ্রামের জন্য খসবে টাকা! চোখ কপালে ইউজারদের

অ্যাডিনোভাইরাস বাড়তে থাকায় জ্বর ও শ্বাসযন্ত্রে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। এবার থেকে তাদের আরটিপিসিআর পরীক্ষা বাধ্যতামূলক করছে রাজ্য সরকার। স্বাস্থ্য দফতর থেকে জারি করা এক নির্দেশিকায় এই পরীক্ষার পাশাপাশি হাসপাতালে থাকা পেডিয়াট্রিক ভেন্টিলেটরগুলি ঠিক ভাবে কাজ করছে কিনা তা প্রতিনিয়ত পরীক্ষা করার কথা বলা হয়েছে। এছাড়া হাসপাতালে অক্সিজেন সরবরাহ সহ বাকি সরঞ্জাম ঠিকমতো কাজ করছে কিনা তার দিকেও নজর দিতে হবে বলে নির্দেশ। কিছুদিন আগেই রাজ্যের সবক’টি মেডিক্যাল কলেজ এবং জেলা স্বাস্থ্য দফতরের কাছে নয়া স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশিকা পাঠানো হয়েছিল।