Aajbikel

‘ফ্রি’র দিন শেষ! এবার ফেসবুক-ইন্সটাগ্রামের জন্য খসবে টাকা! চোখ কপালে ইউজারদের

 | 
ফেসবুক ইনস্টাগ্রাম

সান ফ্রান্সিসকো: ফ্রি-র দিন শেষ৷ এবার থেকে ফেসবুক-ইনস্টাগ্রাম ব্যবহারের জন্য  গুনতে হবে গ্যাঁটের কড়ি। রবিবারই এমনই ঘোষণা করল মেটা। যদিও জন্মলগ্নে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেছিলেন, ফেসবুক আজীবন ‘ফ্রি’ থাকবে৷ এই অ্যাপ ব্যবহারের জন্য কোনও টাকা দিতে হবে না গ্রাহকদের৷ কিন্তু সেই প্রতিশ্রুতিই ভেঙেই রবিবার ফেকসবুক-ইন্সটাগ্রাম-এর পেইড সাবস্ক্রিপশন সার্ভিসের ঘোষণা করলেন জুকারবার্গ৷ 

আরও পড়ুন- বিশ্বের নামীদামি সংস্থার শীর্ষে ভারতীয় বংশোদ্ভূতেরা, নবতম সংযোজন নীল, চেনেন YouTube-এর নতুন CEO-কে

মেটা-র সিইও  মার্ক জুকারবার্গ জানান, এবার থেকে ‘মেটা ভেরিফায়েড’ পরিষেবা চালু করা হবে।  অ্যাকাউন্ট ভেরিফিকেশন, বা  ‘ব্লু’ ব্যাজের জন্যেই এই প্রিমিয়াম পরিষেবা৷ অ্যাকাউন্টে ব্লু টিক পেতে ইউজারদের প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা খরচ করতে হবে। আপাতত ফেসবুক-ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য প্রতি মাসে ১১.৯৯ ডলার ফি ধার্য করা হয়েছে৷ ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১ হাজার টাকা। সম্প্রতিই টুইটারেও ব্লু টিক পাওয়ার ক্ষেত্রেও এমনই পরিষেবা চালু করেছিলেন ইলন মাস্ক। এবার সেই পথে হেঁটে ফেসবুক ও ইন্সটাগ্রামও প্রিমিয়াম পরিষেবা চালু করল মেটা।

রবিবার মেটার তরফে জানানো হয়েছে, আপাতত মাসিক সাবস্ক্রিপশন পরিষেবাটি পরীক্ষামূলক অবস্থায় রয়েছে। এই পরিষেবার নাম দেওয়া হয়েছে 'Meta Verified'। এই পরিষেবার মাধ্যমে ফেসবুক এবং ইনস্টাগ্রাম ইউজাররা সরকারি পরিচয়পত্র দিয়ে নিজেদের অ্যাকাউন্ট যাচাই করতে পারবেন৷ সেই সঙ্গে পেয়ে যাবেন 'ব্লু' ব্যাজ৷ 

মেটার সিইও একটি পোস্টে লেখেন, “আমাদের পরিষেবার বিশ্বাসযোগ্যতা ও সুরক্ষা বাড়াতেই এই নতুন পরিষেবা আনা হয়েছে”। সূত্রের খবর, চলতি সপ্তাহেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এই পরিষেবা চালু হয়ে যাবে। এর পর ধাপে ধাপে আমেরিকা সহ অন্যান্য দেশগুলিতে এই পরিষেবা চালু করা হবে।

কেমন হবে এই পরিষেবা?
 

মেটার তরফে জানানো হয়েছে, যারা এই পরিষেবা গ্রহণ করবেন, তাঁদের অ্যাকাউন্ট বা প্রোফাইলে একটি বিশেষ ব্যাজ থাকবে, যা বুঝিয়ে দেবে যে এই ইউজারের অ্যাকাউন্টটি সরকারি পরিচয়পত্র দেখে যাচাই করা হয়েছে। এই পেইড ভেরিফায়েড পরিষেবা ভুয়ো প্রোফাইল বা ভুয়ো পরিচয়ে প্রতারণার সম্ভাবনা অনেকাংশে কমিয়ে দেবে। এছাড়াও যাঁদের ভেরিফায়েড অ্যাকাউন্ট থাকবে, তাঁরা সরাসরি কাস্টমার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। 

Around The Web

Trending News

You May like