আবার বিপুল টাকা উদ্ধার শহরে, এবার কেন্দ্র পার্কস্ট্রিট

কলকাতা: একের পর এক টাকা উদ্ধারের ঘটনা। শহর কলকাতা থেকে এত কম সময়ে এত টাকা আদৌ এর আগে কখনও উদ্ধার হয়েছে কিনা তা সন্দেহ। কিছুদিন আগে বালিগঞ্জ এবং গড়িয়াহাট থেকে অর্থ উদ্ধার হয়েছিল। এবার উদ্ধার হল পার্কস্ট্রিট থেকে। জানা গিয়েছে, গড়িয়াহাটের মতো পার্কস্ট্রিটেও গাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকা। নগদ ৫০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে সূত্রের খবর।
আরও পড়ুন- শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে 'টাম টাম' গানে উদ্দাম নাচ ‘দিদি নম্বর ১’ রচনার! ভাইরাল ভিডিয়ো
কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা এবং স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এদিন এক তল্লাশি অভিযান চালিয়েছিল। গোপন সূত্রে তারা এক ব্যক্তির সন্ধান পায় যার কাছে বড় অঙ্কের অর্থ আছে বলে জানা গিয়েছিল। সেই প্রেক্ষিতেই পার্কস্ট্রিট এলাকায় ওই গাড়িতে তল্লাশি চালান হয় এবং ৫০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে। আর এই ঘটনায় এক ব্যক্তিকেও আটক করেছে পুলিশ। আসলে গাড়ির সঙ্গে ওই ব্যক্তি থাকায় তাকে জিজ্ঞাসাবাদ করেছিল তারা, কিন্তু সেই ব্যক্তি বৈধ নথি দেখাতে পারেনি এবং বয়ানেও অসঙ্গতি ছল তার। এখন তিনি কার টাকা, কোথায় নিয়ে যাচ্ছিলেন বা আরও টাকা অন্য কোথাও আছে কিনা, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
কিছুদিন আগেই গড়িয়াহাটে একটি গাড়ি থেকে মিলেছিল নগদ ১ কোটি টাকা। এই ঘটনায় ২ জনকে আটক করেছিল পুলিশ। এই ঘটনার ২৪ ঘণ্টা আগে বালিগঞ্জের একটি বেসরকারি অফিসে রাতভর তল্লাশি চালিয়ে ১ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সেই টাকার সঙ্গে কয়লা পাচারকাণ্ডের যোগ ছিল।