Aajbikel

শাড়ি ছেড়ে শর্ট ড্রেসে 'টাম টাম' গানে উদ্দাম নাচ ‘দিদি নম্বর ১’ রচনার! ভাইরাল ভিডিয়ো

 | 
রচনা

 কলকাতা:  'টাম টাম' (Tum Tum) জ্বরে কাবু গোটা নেটপাড়া! সেলেব থেকে আম জনতা ট্রেন্ডিং গানের তালে কোমর দোলাচ্ছেন সকলেই।  ট্রেন্ডিং গানে রিলস বানানোটা তারকাদের কাছে জলভাত৷ সেই ট্রেন্ড থেকে বাদ পড়লেন না বাংলার ‘দিদি নম্বর ১’। ভাইরাল ‘টাম টাম’ গানে কোমর দোলালেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। সঙ্গী হেয়ার স্টাইলিস্ট বন্ধু।

আরও পড়ুন- দু’টি সংস্থা, দামি গাড়ি-বাড়ি কী নেই! জানেন কত সম্পত্তির মালকিন বলিউডের ‘লায়লা’?

শাড়ি নয়, এদিন তুঁত রঙা শর্ট ড্রেসেই ভাইরাল হলেন দিদি নম্বর ১৷ তার উপর কালো রঙের শর্ট জ্যাকেট। পায়ে সাদা স্লিপার। শর্ট হেয়ারে যেন লাস্যময়ী রচনা। বন্ধুদের সঙ্গে আড্ডার ফাঁকেই বানিয়ে ফেলেন এই রিল৷ বন্ধুকে সঙ্গে নিয়ে ট্রেন্ডিং গানে জমিয়ে নাচেন তিনি। তামিল ছবি 'এনিমি'-র সুপার ভাইরাল গান 'টাম টাম' কে না শুনেছে৷ এদিন এই গানের হুক স্টেপ ম্যাচ করলেন রচনা। তাঁর চাবুক ফিগার আর জেল্লা দেখে বোঝার উপায় নেই যে নায়িকার বয়স পঞ্চাশ ছুঁইছুঁই৷ তিনি এমনভাবে নিজের যত্ন নেন যে, বয়স তাঁকে ছুঁতে পারেননি। তিনি যেন 'চিরযৌবনা'৷ সেই ঝলক মিলল রিলস ভিডিয়োতেও।

rachana

অভিনয়ের জগত থেকে আপাতত দূরেই রয়েছেন অভিনেত্রী৷ কিন্তু ছোটপর্দায় তাঁর দেখা মিলবে নিময়িত৷ ‘দিদি নম্বর ১’-এর মঞ্চ তাঁকে ছাড়া বেমানান৷ এক দশকেরও বেশি সময় ধরে সাফল্যের সঙ্গে এই গেম শো হোস্ট করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। 

Around The Web

Trending News

You May like