এবার OMR সংক্রান্ত ইস্যু, ফের আদালতে প্রশ্নের মুখে সিবিআই

এবার OMR সংক্রান্ত ইস্যু, ফের আদালতে প্রশ্নের মুখে সিবিআই

a649dc82855e5d2c5f2c07354109e42c

কলকাতা: ফের সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায়। এবার গ্রুপ ডি ওএমআর সিট বিকৃত মামলায় সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। যারা ওএমআর সিট বিকৃতি করে চাকরি পেলেন তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা নয় কেন? এই প্রশ্ন তুলেছেন বিচারপতি।

আরও পড়ুন- এখনই সঠিক বিচার হবে না, বিজেপি নেতার করা মামলার প্রেক্ষিতে দাবি এজি’র

আদালতের বক্তব্য, ১ হাজার ৬৯৮ জনের ওএমআর সিট বিকৃত হয়েছে। এই ইস্যুতে কী ধরনের অভিযোগ আনা হয়েছে? মূল চক্রী কে? এইসব প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছে। বিচারপতি মন্তব্য, সিবিআই ফৌজদারি কেস দিলে তাদের দায়িত্ব নিজেকে প্রমাণ করা। প্রমাণ না করতে পারলে টাকাও যাবে, জেলও হবে। এই পরিপ্রেক্ষিতে বিচারপতি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে আরও প্রশ্ন করেন যে, পাঁচটি আরসি কেস দায়ের হয়েছে। কিন্তু কেন এফআইআর হয়নি? জানা গিয়েছে, একটা ডকুমেন্ট পাওয়া গিয়েছে, যা একজন তৈরি করেছে, আরেক দল সুবিধা পেয়েছে। এদের প্রত্যেককে কেন ক্রিমিনাল কেস দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নও তোলা হয়েছে। আগামী ১৫ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।