নয়াদিল্লি: তাঁকে দিল্লি নিয়ে যেতে বদ্ধপরিকর ইডি। কিন্তু তাদের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন নেতা। ইডির মামলা খারিজের আর্জি জানান অনুব্রত। সোমবার সেই মামলার শুনানি থাকলেও তা হয়নি। পিছিয়ে গিয়েছে মামলার শুনানি। এদিকে আজ জানা গেল, আবার আইনি জটিলতায় অনুব্রত মণ্ডলের দায়ের করা মামলার শুনানি পিছিয়েছে। কবে হবে শুনানি তা এখনই স্পষ্ট নয়।
আরও পড়ুন- প্রকাশ্য বাজারে কোপের পর কোপ, কাটা হল মহিলার স্তন! আততায়ীর নাম জানিয়েই মৃত্যু তরুণীর
গরু পাচার সংক্রান্ত মামলাতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের এক্তিয়ারকে চ্যালেঞ্জ করে দুটি মামলা করেন দুই অভিযুক্ত সায়গল হোসেন ও বিনয় মিশ্র। তাদের মামলা যে বিচারপতির কাছে বিচারাধীন সেই বিচারপতির কাছেই অনুব্রতর দায়ের করা মামলাটি পাঠানো হয়েছে। আসলে বিনয় এবং সায়গলের এফআইআর-এর অংশ হল অনুব্রত মণ্ডলের মামলাও। একই মামলার অংশ কেন আলাদা বেঞ্চে শুনানি? এই প্রশ্ন তোলেন অনুব্রতর আইনজীবী। তারপরই সেই মামলার বেঞ্চ বদল হয়। আপাতত জানা গিয়েছে, এই মামলার শুনানি হতে পারে আগামী সোমবার।
উল্লেখ্য, সিবিআই তাঁকে গ্রেফতার করার পর আসানসোল জেলে গিয়েই অনুব্রতকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ইডি আধিকারিকরা৷ কিন্তু তিনি জেরায় সহযোগিতা করেননি বলেই দাবি৷ এর পরেই খাতায়-কলমে তাঁকে গ্রেফতার করে ইডি৷ আর এখন তাঁকে দিল্লি নিয়ে যেতে চায় তারা।