এখনই সঠিক বিচার হবে না, বিজেপি নেতার করা মামলার প্রেক্ষিতে দাবি এজি’র

এখনই সঠিক বিচার হবে না, বিজেপি নেতার করা মামলার প্রেক্ষিতে দাবি এজি’র

কলকাতা: বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রাজ্যের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগ এনে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। কেন্দ্রের অর্থ নয়ছয়ের অভিযোগে দায়ের হয়েছিল এই মামলা। কিন্তু মঙ্গলবার আদালতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানালেন,  এখন এই নিয়ে মামলা শুনলে তার সঠিক বিচার হবে না। কিন্তু কোন যুক্তিতে তিনি এই দাবি করলেন?

আরও পড়ুন- ঘুড়ে যেতে পারে যুদ্ধের মোড়! বিশ্বের কোন কোন দেশের হাতে রয়েছে শক্তিশালী ট্যাঙ্ক?

এজি আদালতে জানিয়েছেন, যে ক্যাগ রিপোর্টের ওপর ভিত্তি করে কেন্দ্রের অর্থ নয়ছয়ের অভিযোগে মামলা হয়েছে, সেই ক্যাগ রিপোর্ট বিবেচনার জন্য এখন বিধানসভায় রয়েছে। গত বছর মার্চ মাসে ওই রিপোর্ট বিধানসভায় পেশ হয়েছে বলে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জানিয়েছেন তিনি। তাই এখন এই নিয়ে মামলা শুনলে তার সঠিক বিচার হবে না বলে দাবি এজি’র। তিনি আরও বলেছেন, যাবতীয় প্রকল্পের টাকা খরচের ইউটিলাইজেশন সার্টিফিকেট তাদের কাছে আছে। সময়ে সে সব নথি পেশ করা হবে।