অভিষেক যেতেই নড়ল টনক! ২০ দিন পর মুকুল জায়াকে দেখতে হাসপাতালে দিলীপ

অভিষেক যেতেই নড়ল টনক! ২০ দিন পর মুকুল জায়াকে দেখতে হাসপাতালে দিলীপ

ee247994b1659d964d3445043c21bef9

কলকাতা: জল্পনা উস্কে বুধবার সন্ধ্যায় মুকুল রায়ের অসুস্থ স্ত্রীকে দেখতে হাসপাতালে পৌঁছন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূল এই মাস্টারস্ট্রোক দিতেই নড়েচড়ে বসলেন দিলীপ ঘোষ৷ মুকুল জায়াকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটলেন তিনি৷ কিন্তু এত দিন কোথায় ছিলেন বঙ্গ বিজেপি সভাপতি? প্রশ্ন উঠেছে বিজেপি’র অন্দরেই৷ 

আরও পড়ুন- অসুস্থ মুকুল-স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক, মুকুল-পুত্রের সঙ্গে কথা!

প্রায় ২০ দিন ধরে অসুস্থ মুকুল পত্নী৷ কিন্তু এতদিন টিকিও দেখা যায়নি দিলীপ ঘোষের৷ অভিষেক হাসপাতালে যেতেই তড়িঘড়ি ছুটলেন তিনিও৷ গতকাল সন্ধ্যায় হাসপাতালে গিয়ে মুকুল-পুত্র শুভ্রাংশুর সঙ্গেও কথা বলেন অভিষেক৷ কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি৷ প্রসঙ্গত, কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপি নেতা তথা কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ করোনা মুক্ত হয়ে গেলেও অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে কৃষ্ণাদেবীর। এদিকে অভিষেক যাওয়ার পরেই রাত ৯টা নাগাদ হাসপাতালে পৌঁছন বঙ্গ বিজেপি সভাপতি৷ মুকুল-জায়ার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি৷ কিন্তু প্রশ্ন উঠেছে ২০ দিন ধরে হাসপাতালে ভর্তি একজনকে দেখতে হঠাৎ করে রাত ৯টার সময় কেন হাসপাতালে ছুটলেন দিলীপবাবু? 

জানা গিয়েছে, মুকুল রায় ও কৃষ্ণাদেবী করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পরে দলের তরফে কেউই তাঁদের সঙ্গে দেখা করতে যাননি৷ মুকুল রায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেও হাসপাতালেই চিকিৎসা চলছে কৃষ্ণাদেবীর৷ তিনি করোনা মুক্ত হলেও শ্বাসকষ্ট রয়েছে৷ ভর্তি রয়েছে আইসিইউ-তে৷ দলের তরফে কেউ হাসপাতালে না আসায় বেশ অসন্তুষ্ট বিজেপি’র সর্বভারতীয় সহ সভাপতি৷ যদিও দলের তরফে বলা হচ্ছে, করোনা আক্রান্ত কারও সঙ্গে হাসপাতালে গিয়ে দেখা করা সম্ভব নয়৷ কারণ তাতে সংক্রমণের আশঙ্কা থেকে যায়৷ আর সে কারণেই মুকুলবাবু বা তাঁর স্ত্রীকে হাসপাতালে দেখতে যেতে পারেননি কোনও নেতা৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *