অসুস্থ মুকুল-স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক, মুকুল-পুত্রের সঙ্গে কথা!

অসুস্থ মুকুল-স্ত্রীকে দেখতে হাসপাতালে অভিষেক, মুকুল-পুত্রের সঙ্গে কথা!

b9011420fbe3201b1a48658a8e3d9c5a

কলকাতা: জল্পনা বাড়িয়ে এবার মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মুকুল-জায়ার চিকিৎসা নিয়ে কথাও বললেন বীজপুরের প্রাক্তন বিধায়ক তথা মুকুল-পু্ত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে। ভোট পরবর্তী সময়ে সৌজন্যের রাজনীতিতে নজির গড়লেন অভিষেক, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বিজেপি নেতা তথা কৃষ্ণনগরের বিধায়ক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। হাসপাতালে সূত্রে জানা গিয়েছে, সম্পূর্ণ করোনা মুক্ত হয়ে গেলেও অন্যান্য শারীরিক অসুস্থতা রয়েছে কৃষ্ণাদেবীর। বুধবার তাঁকে দেখতে ওই হাসপাতালে যান যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সময় অবশ্য মুকুল রায় সেখানে উপস্থিত ছিলেন না। তিনি দুপুরেই স্ত্রীকে দেখে কাঁচড়াপাড়ার বাড়িতে ফিরে আসেন। তবে সেই সময়ে হাসপাতালে উপস্থিত ছিলেন মুকুল-পুত্র শুভ্রাংশু। তাঁর সঙ্গে দেখা করে কথা বলেন অভিষেক।

বরাবরই মুকুল রায়ের সঙ্গে সম্পর্ক ভালো নয় ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিতে যোগ দেওয়ার পর সেই সম্পর্ক আরও তিক্ত হয়। তবে এদিন মুকুল-পত্নীকে দেখতে গিয়ে যে সৌজন্যের উদাহরণ অভিষেক দিয়েছেন তা দুই নেতার সম্পর্কে উন্নতি ঘটাবে বলেই রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। বুধবার বন্যা বিধ্বস্ত দক্ষিণ ২৪ পরগনার দুর্গম এলাকা পাথরপ্রতিমা পরিদর্শনে গিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। সেখান থেকে সোজা হাসপাতালে যান তিনি।

নির্বাচনের পরে গত কয়েকদিন ধরেই মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে বিজেপির সম্পর্ক নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বীজপুরের প্রাক্তন বিধায়কের একটি ফেসবুক পোস্ট ঘিরেই এর সূত্রপাত। বাবা-মায়ের শারীরিক অসুস্থতার সময়ে বিজেপি তাদের পাশে এসে দাঁড়ায়নি বলেও অভিযোগ করেন তিনি। বিজেপি ছেড়ে ফের তৃণমূল যোগ নিয়ে চলছে চাপানউতোর। তার মাঝেই এদিন অভিষেকের তার মাকে দেখতে যাওয়ার ঘটনা সেই জল্পনা আরও উসকে দিয়েছে। তবে কী সত্যিই বিজেপি ছেড়ে এবার তৃণমূলের ফেরার পথে শুভ্রাংশু? জল্পনার শেষ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *