কলকাতা: যত দিন যাচ্ছে কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষকদের আন্দোলনকে ঘিরে ততই জটিল হচ্ছে দেশের পরিস্থিতি। কৃষকদের পণ্যের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কিন্তু তাতেও ভেজেনি চিড়ে। কৃষক আন্দোলনের সমর্থনে মুখ খোলার জন্য ভারতীয়দের কোপের মুখে পড়তে হয়েছে বিদেশী তারকাদেরও। নানা জটিলতার আবহেই এবার লোকসভায় এ ব্যাপারে কেন্দ্রকে এক হাত নিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
আরও পড়ুন- সোফা বেচতে গিয়ে ৩৪ হাজার টাকা খোয়ালেন কেজরিওয়ালের মেয়ে! চাঞ্চল্য দিল্লিতে
শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকরের মতো বিখ্যাত ব্যক্তিত্বকে কৃষক আন্দোলন নিয়ে ভুল বোঝানো হচ্ছে, এদিন লোকসভায় এমনটাই দাবি করেছেন অধীর রঞ্জন চৌধুরী। ভারতে দীর্ঘদিন ধরে চলতে থাকা কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে ট্যুইটারে সরব হয়েছিলেন সুইডেনের তরুণ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ। এদিন তাঁকে নিয়েও মন্তব্য করেন অধীর বাবু। কেন্দ্রের উদ্দেশ্যে তাঁর প্রশ্ন, “আমাদের দেশ কি এতটাই দুর্বল যে একটা ১৮ বছর বয়সী মেয়েকে কৃষক আন্দোলনের পক্ষে কথা বলার জন্য শত্রু মনে করা হচ্ছে?”
শুধু বিদেশী তারকাদের মতামতই নয়, এদিন আরও একাধিক বিষয়ে লোকসভায় কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন বহরমপুর কেন্দ্রের কংগ্রেস সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তাঁর কথায়, “দেশে এমন এক পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেখানে কৃষকদের দেশের শত্রু প্রমাণের চেষ্টা চলছে। আমাদের প্রধানমন্ত্রীর কৃষকদের সঙ্গে কথা বলার সময় নেই। তাঁর উচিত কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের দাবি মেটানো।”
আরও পড়ুন- লালকেল্লা হামলার ঘটনায় মূল অভিযুক্ত দীপ সাধু গ্রেফতার
উল্লেখ্য, গ্রেটা থুনবার্গ ছাড়াও কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন একাধিক বিদেশী তারকা। মার্কিন পপ দুনিয়ার জনপ্রিয় মুখ রিহানা থেকে শুরু করে পর্ণ তারকা মিয়া খলিফাকেও সরব হতে দেখা গিয়েছিল। আর তার জেরেই গর্জে ওঠেন ভারতীয় তারকাদের একাংশ। শচীন তেন্ডুলকর, লতা মঙ্গেশকর ছাড়াও বলিউডের অজয় দেবগন, অক্ষয় কুমার, সুনীল শেঠী, কৈলাশ খেরের মতো ব্যক্তিত্বও এ ব্যাপারে দেখতে পান এক বড়সড় আন্তর্জাতিক চক্রান্তের সম্ভাবনা। তাঁরা দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার পরামর্শ দেন।