ভোটের দিন ঘোষণা হতেই অপসারিত এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম

ভোটের দিন ঘোষণা হতেই অপসারিত এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম

কলকাতা:  ভোটের দিন ঘোষণা হতেই প্রশাসনিক পদে রদবদল৷ অপসারিত এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিম৷ তাঁর জায়গায় দায়িত্ব সঁপা হল এডিজি আইনশৃঙ্খলা জগমোহনকে৷ এর আগে দমকলের ডিজি পদে ছিলেন জগমনোহন৷ 

আরও পড়ুন-  ‘সবুজ আবির কিনে রাখো, দোলটা ২ মে খেলা হবে’, হুঙ্কার অভিষেকের

ভোট ঘোষণা হতেই এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে সরানো হয়েছে৷ তাঁর জায়গায় আসছেন জগমোহন৷ কয়েকদিনের মধ্যে রাজ্যে এসে পৌঁছবেন দুই পুলিশ পর্যবেক্ষক৷ তাঁদের আসার আগেই এডিজি আইন-শৃঙ্খলা জাভেদ শামিমকে সরিয়ে দেওয়া হল৷ 

প্রসঙ্গত, কয়েক দিন আগেই প্রাক্তন এডিজি আইন-শৃঙ্খলাকে সরিয়ে জাভেদ শামিমকে নিয়ে এসেছিল রাজ্য সরকার৷ এডিজি আইন-শৃঙ্খলা পদে দায়িত্ব গ্রহণের আগে পুলিশের স্পেশাল কমিশনার পদে ছিলেন তিনি৷ কিন্তু ভোট নির্ঘণ্ট প্রকাশ হতেই তাঁকে সরিয়ে দিল নির্বাচন কমিশন৷ শনিবার সন্ধ্যায় সেই অর্ডার জারি করা হয়েছে৷ 

এদিকে নতুন এডিজি আইন-শৃঙ্খলা জগমোহন দমকলে ডিজি পদমর্যাদার অফিসার ছিলেন৷ এই পদটি এডিজি পদের সমান৷ সেই কারণেই জগমোহনকে এডিজি পদে নিয়ে আসা হল৷ জগমোহনের বদলে ডিজি (দমকল) পদে পাঠানো হচ্ছে জাভেদ শামিমকে৷ 

আরও পড়ুন-  ‘বিরোধী নেতাদের ফোনে আড়ি পাতছে সিআইডি, আইবি’, বিস্ফোরক শুভেন্দু

বেনজির ভাবে এবার রাজ্যে পাঠানো হচ্ছে দু’জন পুলিশ অবজার্ভারকে৷ একজন হলেন অন্ধ্রপ্রদেশ ক্যাডারের আইপিএস অফিসার বিবেক দুবে৷ অন্যজন হলেন ৭৭ ব্যাচের মণিপুর ক্যাডারের আইপিএস অফিসার মৃণালকান্তি দাস৷ এদিকে ভোট ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে যে ভাবে যে ভাবে প্রশাসনিক রদবদল করা হল, তা উল্লেখযোগ্য বলে মনে করছে ওয়াকিবহাল মহল৷ 

এর আগে ২০১৬ সালে নির্বাচন কমিশন তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে সরিয়ে তাঁর জায়গায় সৌমেন মিত্রকে নিয়ে এসেছিল৷ একুশের ভোট নিয়ে বাড়তি তৎপরতা কমিশনের মধ্যেও৷ নির্বাচনী হিসা রুখতে বাংলায় আট দফায় ভোট করানো কথাও ঘোষণা করেছে কমিশন৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 1 =