Aajbikel

অ্যাডিনোভাইরাস রেহাই দিচ্ছে না বয়স্কদেরও, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফুসফুস

 | 
Covid

কলকাতা: অ্যাডিনোভাইরাস নিয়ে চিন্তা আবার বৃদ্ধি পাচ্ছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে এতে শুধুমাত্র শিশুদের নিয়ে ভাবনা আছে। কিন্তু তেমনটা নয়। শিশুদের পাশাপাশি বয়স্করাও আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি এমন তৈরি হয়েছে যে হাসপাতালগুলিতে শয্যা নিয়েও সমস্যা দেখা দিচ্ছে। একাধিক হাসপাতাল সূত্রে খবর, রোগীর সংখ্যা বাড়তে থাকায় অনেক সময় অ্যাম্বুলেন্সে গিয়েও রোগী দেখতে হচ্ছে। তবে চিন্তা শুধু অ্যাডিনোভাইরাস নিয়ে নয়। চিন্তা বাড়ছে রাইনো ভাইরাস, প্যারা ইনফ্লুয়েঞ্জা, রেসপিরেটরি সিনসেসাল ভাইরাস নিয়েও। 

আরও পড়ুন- হুমকি দেওয়া হচ্ছে প্রাণনাশের! কী অভিযোগ করলেন সাংসদ দিব্যেন্দু

চিকিৎসকরা জানাচ্ছেন, ২০১৮-১৯ সালের পরে আবার ফিরে আসছে অ্যাডিনোভাইরাস যা আগের থেকেও বেশি দাপাদাপি শুরু করবে বলে আশঙ্কা। শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের তুলনায় কমতে থাকার কারণে আরও বেশি করে এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ছে বলে ধারণা। এরই মধ্যে হাসপাতালে হাসপাতালে ভিড় চোখে পড়ছে। চাহিদা বাড়ছে ফুসফুস বিভাগের ICU-এর। বিশেষজ্ঞরা বলছেন, যাদের কোমর্বিডিটি আছে, তাদের ক্ষেত্রে সমস্যা আরও বাড়ছে। তাই পরামর্শ দেওয়া হচ্ছে, কোভিডের মতোই এখন মাস্ক পরতে। কারণ শীত গিয়ে পড়তে শুরু করছে গরমকাল। এক কথায় এই সময়টা হল 'সিজন চেঞ্জ'-এর। তাই এইসব রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা অনেক বেশি।

জানা গিয়েছে, এই সময়ে একাধিক রোগীর কাশির সমস্যা বাড়ছে। দীর্ঘ দিন ওষুধ খাওয়ার পরেও তা কমছে না। অন্যদিকে আবার ফুসফুসে সংক্রমণ হচ্ছে। সব মিলিয়ে শিশুদের সঙ্গে বয়স্ক মানুষদেরও ঝক্কি বাড়ছে। এই মুহূর্তে চরম অবস্থা তৈরি না হলেও ভয়ের যে আদতে কিছু নেই, এমনটাই বলছে না চিকিৎসক মহল। তাই সচেতন হয়ে থাকার কথাই বারংবার বলা হচ্ছে।

Around The Web

Trending News

You May like