দুই জেলায় ১০০ পার দৈনিক আক্রান্ত! রাজ্যে কোভিড চিন্তা বাড়ল

দুই জেলায় ১০০ পার দৈনিক আক্রান্ত! রাজ্যে কোভিড চিন্তা বাড়ল

কলকাতা: রাজ্যের কোভিড আক্রান্তের সংখ্যা হঠাৎ ঊর্ধ্বমুখী হল আজ। এক ধাক্কায় প্রায় ১০০ জনের বেশি আক্রান্ত হয়েছে গতকালের তুলনায়। দুই জেলায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। তবে একদিনে সুস্থের সংখ্যা কিন্তু স্বস্তি দিচ্ছে। তবে ১০০০-এর মধ্যেই রয়েছে মোট সংক্রমণ যা স্বস্তির বিষয়।

আরও পড়ুন- অন্যের হয়ে বি.টেক প্রবেশিকা! নিউটাউন থেকে ধরা পড়ল ভুয়ো পরীক্ষার্থী

শেষ পাওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে ৬৭৯ জন। আক্রান্তদের মধ্যে ১১৬ জন উত্তর ২৪ পরগনার! সংক্রমণের নিরিখে আজ প্রথম স্থানে এই জেলা। এর পরেই রয়েছে কলকাতা। সেখানে আক্রান্ত ১০৬ জন। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে এই জেলা। তৃতীয় স্থানে নদীয়া। একদিনে সংক্রমিত সেখানকার ৫৩ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লক্ষ ৪৯ হাজার ২৮৩ জন। সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ২২ হাজার ০২৩ জন। একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৬৮১ জন। এদিকে, একদিনে রাজ্যে করোনা ভাইরাসের বলি হয়েছেন ১২ জন। রাজ্যে মৃত্যু হয়েছে মোট ১৮ হাজার ৪৫৯ জনের। 

এদিকে, করোনার দোসর হয়ে রাজ্যে হানা দিয়েছে স্ক্রাব টাইফাস৷ জ্বর এলে আর অবহেলা নয়৷ গত দেড় মাসে রাজ্যে অনেকটাই বেড়েছে স্ক্র্যাব টাইফাসের সংখ্যা৷ তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ খেলেই বাড়তে পারে বিপদ৷ কলকাতার প্রায় সমস্ত সরকারি হাসপাতালেই আক্রান্ত সন্দেহে ভর্তি রয়েছেন বেশ কয়েকজন৷ বিশেষজ্ঞরা বলছেন, ট্রম্বিকিউলিড মাইটস নামে এক ধরনের মাকড়ের কামড়ে শরীরে স্ক্র্যাব টাইফাস ব্যকটেরিয়া ঢোকে৷ রোগের প্রাথমিক উপসর্গ ডেঙ্গির মতো৷ প্রথমে জ্বর, তার সঙ্গে সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা, চোখের পিছনে ব্যথা, বমি, গায়ে ব়্যাশ৷ অন্যদিকে করোনা তৃতীয় ঢেউ নিয়েও চিন্তার ভাঁজ দেখা দিচ্ছে কারণ অক্টোবরে এটি দেশে আছড়ে পড়ার কথা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + nineteen =