বদলি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি! কে আসছেন

বদলি হচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি! কে আসছেন

4bb40f1ffbe2a946a4018a45d1847cf1

কলকাতা: বদলি হতে চলেছেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। এমন খবর ঘোরাফেরা করছে চারিদিকে। যদিও এই মুহূর্তে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর, সুপ্রিম কোর্টের কলোজিয়াম বিচারপতি রাজেশ বিন্দালকে এলাহাবাদ হাইকোর্টের জন্য সুপারিশ করেছে। এই খবর ছড়িয়ে পড়তেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে তাহলে এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি কে হতে পারেন? মনে করা হচ্ছে, সেই দায়িত্ব পেতে পারেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

আরও পড়ুন- দুয়ারে রেশন: সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্চ করে প্রধান বিচারপতির এজলাসে ডিলাররা

বিধানসভা নির্বাচনের পর বিতর্কে জড়িয়েছেন কলকাতা হাইকোর্টের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল। মূলত নারদ মামলার পরিপ্রেক্ষিতে সবথেকে বেশি চর্চায় রয়েছেন তিনি কারণ তাঁর নির্দেশেই রাজ্যের মন্ত্রীরা, ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্র ও প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায় গ্রেফতার হয়েছিলেন। সেই নিয়ে গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয় যার কেন্দ্রবিন্দুতে চলে আসেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এখন শোনা যাচ্ছে যে তিনি বদলি হয়ে যাবার পর মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি হতে পারেন। উল্লেখ্য, ২০০৮ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন তিনি। ২০১০ সালের জানুয়ারিতে মধ্যপ্রদেশ হাই কোর্টের বিচারপতি হন।

আরও পড়ুন- উচ্চ প্রাথমিক মেধা তালিকায় অভিযোগের পাহাড়! নিষ্পত্তিতে আরও ৩ মাস সময় চাইল SSC 

এদিকে, ২০০৬ সালে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বিচারপতি নিযুক্ত হয়েছিলেন রাজেশ বিন্দল। পরে ২০১৮ সালে জম্মু কাশ্মীর হাইকোর্টের প্রধান বিচারপতির দায়িত্ব পান তিনি। ২০২১ সালের এপ্রিলে তাঁকে স্থানান্তরিত করা হয় কলকাতা হাইকোর্টে। এখন তিনিই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *