কলকাতা: ৯৩৬০ জন ভোটারের সঙ্গে সরাসরি কথা বলে তৈরি হওয়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা সিএনএক্সের এই সমীক্ষায় উঠে এসেছে একাধিক তথ্য। এই সমীক্ষা করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি। অর্থাৎ বিজেপির ব্রিগেড থেকে শুরু করে আজকের দলবদল, মিঠুন চক্রবর্তীর বিজেপিতে যোগদান থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা এবং মিছিল, কোন কিছুর প্রভাব পড়েনি এই সমীক্ষাতে। এই সমীক্ষার প্রশ্ন করা হয়েছিল, নির্বাচনে জেতার পর বেকারত্ব সমস্যা দূর করতে পারবে কোন দল, সেই প্রশ্নের উত্তরে উঠে এসেছে নানা মত।
সমীক্ষায় দাবি করা হয়েছে, ৪৪ শতাংশ মানুষ মনে করছেন বেকার সমস্যার সমাধান করতে পারবে তৃণমূল কংগ্রেসের সরকার। অন্যদিকে ৩৮ শতাংশ মানুষ মনে করছে, বিজেপি ক্ষমতায় এলে বেকার সমস্যার সমাধান হবে। ৫ শতাংশের দাবি, ক্ষমতায় যেই আসুক, বেকার সমস্যার সমাধান হবে। অন্যদিকে নির্দিষ্ট এলাকায় বিধায়কদের পারফরম্যান্স কেমন এই প্রশ্নের উত্তরে ৪০ শতাংশ মানুষ মনে করছেন খুব খারাপ। এদিকে ভালো কাজ করেছেন এমনটা বলছেন ২২ শতাংশ মানুষ। এদিকে বিধায়করা মোটামুটি কাজ করেছেন এমন দাবি ৩১ শতাংশ মানুষের।
আরও পড়ুন- প্রাক্তন আমলা থেকে বিজেপি নেতার স্ত্রী! তৃণমূলে অনেক নতুন প্রার্থী
অন্যদিকে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সরকারের কাজে সন্তুষ্ট কিনা এই প্রশ্নের উত্তরে ২৮ শতাংশ দাবি করেছে তারা খুব সন্তুষ্ট, ২৮ শতাংশ দাবি করেছে তারা অসন্তুষ্ট। কোন দিকে ১৬ শতাংশের দাবি তারা কিছুটা সন্তুষ্ট। ১৩ শতাংশ বলছে তারা মোটামুটি সন্তুষ্ট। অন্যদিকে কেন্দ্রীয় সরকার সবচেয়ে অসফল কোন ক্ষেত্রে এই প্রশ্নের উত্তরে ৪২ শতাংশ মানুষ মনে করছে নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি, ২৩ শতাংশ মানুষ মনে করছেন বেকারত্ব বৃদ্ধি। ২০ শতাংশ মানুষ মনে করছেন কৃষি সঙ্কট।