আদালতে প্রথম কিস্তির প্রায় ৮ লক্ষ টাকা ফেরত দিলেন অঙ্কিতা

আদালতে প্রথম কিস্তির প্রায় ৮ লক্ষ টাকা ফেরত দিলেন অঙ্কিতা

ed9c28e5da49e788cf3672e5dc68cd64

কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই স্কুলের চাকরি বাতিল হয়েছে মন্ত্রী-কন্যার৷ সেই সঙ্গে আদালতের নির্দেশ, চাকরির প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত বেতনের সমস্ত টাকা ফেরত দিতে হবে পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে৷ সেই নির্দেশ মতো প্রথম কিস্তির টাকা আদালতে জমা দিলেন অঙ্কিতা৷ জানা গিয়েছে এদিন হাই কোর্টে ৭ লক্ষ ৯৪ হাজারের কিছু বেশি টাকা জমা দেন মন্ত্রী-কন্যা৷  

আরও পড়ুন- বহু সংগ্রাম করে স্নাতকোত্তর ডিগ্রি পেলেও মেলেনি চাকরি, তন্ময় এখন ‘এমএ পাশ লটারিওয়ালা’

উল্লেখ্য, গত ২০ মে নিয়োগ দুর্নীতি মামলায় চাকরি গিয়েছিল অঙ্কিতার৷ তাঁর চাকরি জীবনে উপার্জিত টাকা দুই কিস্তিতে ফেরত দেওয়ার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ ২০১৮ সালে বামফ্রন্ট ছেড়ে তৃণমূলে যোগ দেন পরেশ অধিকারী৷ ওই বছরই বাড়ির সামনে ইন্দিরা গার্লস হাই স্কুলে চাকরি পান তাঁর মেয়ে৷ ওই স্কুল থেকেই পড়াশোনা করেছিলেন অঙ্কিতা৷ অভিযোগ রাজনৈতিক প্রভাব খাটিয়েই মেয়ের চাকরি করে দিয়েছিলেন পরেশ অধিকারী৷ সেখানেই হয় চরম দুর্নীতি৷ 

২০১৭ সালের নভেম্বর মাসে দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় ওয়েটিং লিস্টে একেবারে প্রথমে উঠে এসেছে অঙ্কিতার নাম৷ আর প্রথমে নাম থাকা ববিতা সরকার চলে যান পিছনে৷ এর পরেই মামলা করেন ববিতা৷ সেই মামলায় চাকরি হারান অঙ্কিতা৷ দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয় পরেশ অধিকারীকে৷