কলকাতা: এসএসসি নিয়োগ দুর্নীতিতে তোলপাড় গোটা রাজ্য৷ এই পরিস্থিতিতে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সে কথা বৃহস্পতিবার সন্ধ্যাতেই ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ কিন্তু, প্রশ্ন ছিল শুক্রবার কোথায় চাকরিপ্রার্থীদের সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ করবেন তৃণমূল সাংসদ? দলীয় সূত্রে খবর, নিজের ক্যামাক স্ট্রিটের দফতরেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করতে চলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷
আরও পড়ুন- SSC-দুর্নীতিতে কোটি কোটি ‘কালো টাকা’ কোথা থেকে এল? কেন্দ্রের কাছে জবাব তলব অভিষেকের
তৃণমূল সূত্রে আগেই জানা গিয়েছিল, আন্দোলনকারীদের নেতা শহীদুল্লাহ্র সঙ্গে অভিষেকের দফতর যোগাযোগ করেছে। তৃণমূল সাংসদ নিজে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলবেন। এর কিছুক্ষণ পরেই শহীদুল্লাহ্ও অভিষেকের দফতরের সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, ‘‘আমারা দীর্ঘদিন ধরে কী দাবি জানাচ্ছে, তা নিশ্চয় উনি জানেন। আমাদের দাবি, যোগ্য প্রার্থীরা যেন সকলেই চাকরি পান। আমরা আশাবাদী ওঁর সঙ্গে সাক্ষাতে সেই সমস্যার সমাধান হবে।’’
বৃহস্পতিবার সন্ধ্যায় দলের শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অভিষেক নিজেই আন্দোলনকারীদের সঙ্গে দেখা করার কথা জানান। তিনি বলেন, ‘‘আমি সরকারের লোক নই। তাহলেও আমি তাঁদের সমস্ত কথা শুনব এবং সাহায্য করার যথাসাধ্য চেষ্টা করব।’’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>