গুরু দায়িত্ব নিয়েই গুরুজন প্রণাম, আশীর্বাদ নিতে তিন নেতার বাড়িতে অভিষেক

গুরু দায়িত্ব নিয়েই গুরুজন প্রণাম, আশীর্বাদ নিতে তিন নেতার বাড়িতে অভিষেক

কলকাতা: গুরু দায়িত্ব পেয়েই তিন গুরুজনের বাড়ি আশীর্বাদ নিতে ছুটলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ বিধানসভায় বড় জয় পাওয়ার পরেই দলের সাংগঠনিক বৈঠকে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হয় অভিষেকের হাতে৷ এর পরেই রবিবার পার্থ চট্টোপাধ্যায়, সুব্রত বক্সি ও সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়ে দেখা করেন তিনি৷ আবেগে ভাসলেন সুব্রত বক্সি৷ অভিষেককে বুকে জড়িয়ে কেঁদে ফেললেন বর্ষীয়ান এই নেতা৷

আরও পড়ুন- প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপে লুকিয়ে বিনয়, নয়া তথ্য CBI এর হাতে

অভিষেকের এই পদক্ষেপ সৌজন্যমূলক বলেই বর্ণনা করা হচ্ছে৷ রবিবার সবার আগে অভিষেক গিয়েছিলেন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়িতে৷ প্রায় ২ ঘণ্টা সেখানে ছিলেন তিনি৷ পার্থবাবু বলেন, ‘‘সব সময়েই ওঁর সঙ্গে আমার আশীর্বাদ রয়েছে৷ আমাদের মধ্যে আজ ব্যক্তিগত আলাপচারিতাও হয়েছে৷ পাশাপাশি সাংগঠনিক আলোচনা হয়েছে৷ কী ভাবে দল আরও বিস্তারলাভ করবে, কী ভাবে কাজ হবে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ প্রশাসন ও দলের মধ্যে কী ভাবে সমন্বয় রেখে চলতে হবে, সে বিষয়েও হয়েছে৷’’

নাকতলা থেকে বেড়িয়ে অভিষেক পৌঁছন ভবানীপুরে সুব্রত বক্সির দলীয় দফতরে৷ বেশ কিছুক্ষণ কথা হয় দু’জনের মধ্যে৷ তৈরি হয় আবেগঘন মুহূর্ত৷ অভিষেককে বুকে জড়িয়ে চোখে ভিজে আসে সুব্রতবাবুর৷ প্রসঙ্গত, মুকুল রায় দল ছাড়ার পর সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন সুব্রত বক্সি৷ পাশাপাশি রাজ্যসভাপতিও তিনি৷ তবে দলে এক ব্যক্তি এক পদ নীতি মেনে একটি পদ থেকে সরলেন সুব্রতবাবু৷   

এরপর ভবানীপুর থেকে অভিষেক যান গড়িয়াহাটে সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে৷ অভিষেককে ফুর দিয়ে স্বাগত জানান পঞ্চায়েত মন্ত্রী৷ সুব্রতবাবু বলেন, দলকে কী ভাবে আরও শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে৷ তবে তিনি নেতাই জানান, তাঁদের কাছ থেকে আশীর্বাদ ও পরামর্শ নিতে এসেছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =