কলকাতা: গরুপাচার কাণ্ডে অভিযুক্ত তৃণমূলের যুব নেতা বিনয় মিশ্রের বিরুদ্ধে নয়া তথ্য উঠে এল সিবিআই-এর হাতে৷ জানা গিয়েছে, ভারতীয় পাসপোর্ট জমা দিয়ে প্রশান্ত মহাসাগরের বুকে একটি দ্বীপ রাষ্ট্রে আত্মগোপন করে রয়েছেন বিনয়৷
আরও পড়ুন- ফের কি বঞ্চিত তৃণমূলের তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য?
গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র দীর্ঘ দিন ধরেই পলাতক৷ তাঁর হদিশ পেতে খোঁজ চালাচ্ছে সিবিআই৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের অভিযোগ, এই যুব তৃণমূল নেতার হাত দিয়েই গরু ও কয়লা পাচারের টাকা পৌঁছে যেত প্রভাশালীদের হাতে৷ এই পাচারচক্রের মূল পাণ্ডা তিনি৷ সূত্রের খবর, কলকাতা থেকে পালানোর পর ২০২০-র ২২ ডিসেম্বর দুবাইয়ের ভারতীয় দূতাবাসে পাসপোর্ট জমা দেন বিনয় মিশ্র৷ দূতাবাস সূত্রেই জানা গিয়েছে, প্রশান্ত মহাসাগরের একটি দ্বীপরাষ্ট্রে লুকিয়ে রয়েছেন গরুপাচার কাণ্ডের এই পাণ্ডা৷
দূতাবাস সূত্রে প্রাপ্ত এই তথ্য খতিয়ে দেখতে শুরু করেছে সিবিআই৷ বিদেশ মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে৷ ৬ মাস ধরে আত্মগোপন করে থাকা বিনয় মিশ্রের হদিশ পেতে ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিস জারি করার আবেদন করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইন্টারপোল সেই আবেদন মঞ্জুরও করে৷ ইতিমধ্যে বিনয় মিশ্রের রাসবিহারীর বাড়ি অ্যাচাট করেছে ইডি৷