আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আক্রমণের ঝাঁঝ বাড়াতে ফের ত্রিপুরা সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা:  দিল্লি দখলের আগে তৃণমূলের পাখির চোখ ত্রিপুরা৷ বিধানসভা ভোটের আগে উত্তপ্ত হতে শুরু করেছে ত্রিপুরার মাটি৷ সম্প্রতি গোটা দেশ দেখেছে ত্রিপুরায় বাম-বিজেপি’র সংঘর্ষে কী ভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল আগরতলা৷ এই ঘটনার পর বিপ্লব দেব সরকারকে বিঁধে টুইট করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এবার আক্রমণের ঝাঁঝ আরও বাড়তে ফের ত্রিপুরায় যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক৷ 

আরও পড়ুন- ‘প্রতিবাদ করলে মাঝরাতে পুলিশ দিয়ে তুলে আনে’, শিক্ষক নেতার বাড়িতে পুলিশি অভিযান

আগামী বুধবার আগরতলায় পদযাত্রা করবেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ টুইট করে সে কথা জানালেন কুণাল ঘোষ৷ টুইট করে রাজ্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘‘১৫ সেপ্টেম্বর ত্রিপুরার আগরতলায় পদযাত্রা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপির সন্ত্রাস, অপশাসন, জনবিরোধী নীতি, কথা না রাখার প্রতিবাদে এবং ত্রিপুরার প্রকৃত উন্নয়নের অভিযানকে সামনে রেখে কোভিড সতর্কতা রক্ষা করে এই পদযাত্রা করবেন তিনি।’’

আরও পড়ুন- ভোটের আগে মমতার জন্য এবার ‘‘লাভলি’ গান বাঁধলেন ‘কালারফুল’ মদন

উল্লেখ্য, দু’দিন আগে ত্রিপুরায় সংঘর্ষের আগুন ছড়ানোর পরেই টুইট করে অভিষেক বলেছিলেন, ‘‘হিংসা আর গুন্ডামি বিজেপি’র সঙ্গে মিলে মিশে গিয়েছে৷ নৃশংস ভাবে আক্রান্ত হচ্ছে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ৷ সংবাদমাধ্যমের ঐক্যবদ্ধতার পাশে আমরা থাকব।’’ বিপ্লব দেবকে বিঁধে তিনি আরও লিখেছিলেন, ‘‘ত্রিপুরায় দুয়ারে গুন্ডা মডেলকে হঠাতে আমরা লড়াই চালাতে বদ্ধপরিকর।’’  ত্রিপুরায় রাজনৈতিক উত্তেজনার মাঝেই ফের আগরতলা যাচ্ছেন অভিষেক৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + twelve =