তৃণমূলের ‘খেলা হবে’ দিবসে গ্রেট ক্যালকাটা কিলিংকে সামনে রেখে আশীর্বাদ যাত্রা BJP-র

তৃণমূলের ‘খেলা হবে’ দিবসে গ্রেট ক্যালকাটা কিলিংকে সামনে রেখে আশীর্বাদ যাত্রা BJP-র

কলকাতা: ১৬ অগাস্ট বাংলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল কংগ্রেস৷ খেলা চলছে ত্রিপুরায়৷ অন্যদিকে, গোটা দেশের পাশাপাশি ত্রিপুরাতে বিজেপি’র তরফে পালন করা হল আশীর্বাদ যাত্রা৷ মূলত গ্রেটার ক্যালটাকা কিলিং-এর বিষয়টি সামনে রেখেই এই কর্মসূচি৷ আজ গোপাল মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক৷ পাশাপাশি ত্রিপুরায় বিজেপি’র পার্টি অফিসে গোপাল মুখোপাধ্যায়ের ছবিতেও মালা পড়ান তিনি৷

আরও পড়ুন- অ্যাটর্নি জেনারেল ব্যস্ত, এক মাস পিছিয়ে গেল নারদ মামলার শুনানি

ত্রিপুরায় একদিকে খেলা হবে দিবস পালন করছে তৃণমূল৷ পাল্টা আশীর্বাদ যাত্রা পালন করেছে বিজেপি৷ এই যাত্রায় বেড়িয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে যান কেন্দ্রীয় মন্ত্রী৷ তাঁদের কাছ থেকে আশীর্বাদ নেন তিনি৷ তাঁর কথায়, আজ কালো দিবস৷ আজকের দিনেই গ্রেট ক্যালকাটা কিলিং হয়েছিল৷ ফলত আজ কোনও ভাবেই খেলা হবে দিবস পালন করা যায় না৷ তাই চার দিন ধরে বিজেপি’র যে আশীর্বাদ যাত্রা চলছে, তার মাঝেই বাঙালি আবেগ ছুঁয়ে গোপাল মুখোপাধ্যায়ের ছবিতে তিনি মালা দেন কেন্দ্রীয় মন্ত্রী৷ তিনি আরও বলেন, কেউ খেলা হবে দিবস পালন করতেই পারে৷ কিন্তু সেই খেলাতে তাঁরা বিশ্বাসী নয়৷ এই দিনটি তাঁদের কাছে কালো দিবস৷ পশ্চিমবঙ্গ বাঁচাও দিবস৷ আশীর্বাদ যাত্রার মাঝেও সেটা তাঁরা ভুলতে চান না৷ 

আরও পড়ুন- খেলছে গোটা রাজ্য, খেলা হবে দিবসে ত্রিপুরায় ফুটবলে কিক প্রসূন-অর্পিতাদের

এদিকে আজ আগরতলার উত্তর বনমালীপুর থেকে ফুটবল খেলতে খেলতে মিছিল করে করেন তৃণমূল নেতানেত্রীরা৷ স্লোগান ওঠে ‘খেলা হবে’৷ মিছিলে পা মেলান শান্তনু সেন, প্রসূন বন্দ্যোপাধ্যায়, অর্পিতা ঘোষ, আবীর রঞ্জন বিশ্বাসরা৷ এর পর আগরতলার প্রাণকেন্দ্র আস্তাবল মাঠ যা স্বামী বিবেকানন্দ স্টেডিয়াম মাঠ বলেই পরিচিত, সেখানে দুটি ফুটবল দল গড়ে খেলা হয়৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 3 =