ট্রেনে আস্তাবলের ঘ্রান! ডায়মন্ড হারবার লেকালে যাত্রী ঘোড়া

ট্রেনে আস্তাবলের ঘ্রান! ডায়মন্ড হারবার লেকালে যাত্রী ঘোড়া

849b47cb3470fc18dc6489ebb0ac20ab

কলকাতা:  লোকাল ট্রেনের রোজনামচায় লুকিয়ে থাকে নানা কাহিনী৷ কিন্তু এ কী কাণ্ড৷ ভিড়ের মাঝে ইনি কে? এমন যাত্রী তো আগে দেখিনি৷ 

আরও পড়ুন- নিয়ন্ত্রণে বাংলার কোভিড গ্রাফ, সুস্থতা বল বাড়াচ্ছে রাজ্যবাসীর

রাতের ডায়মণ্ড হারবার লোকাল৷ ট্রেনে ভিড় মাঝারি৷ সেই ভিড়েই মাঝেই যাত্রীদের গায়ে গা ঠেকিয়ে দাঁড়িয়ে রয়েছে এক ঘোড়া! হ্যাঁ, ঠিকই শুনেছেন৷ ছুটন্ত ট্রেনে সে কিন্তু নিশ্চল৷ বৃহস্পতিবার রাতে এমনই দৃশ্যের সাক্ষী থাকল ডায়মন্ড হারবার লোকালের যাত্রীরা৷ অনেকেই অভিনব সহযাত্রী দেখে ঝটপট ফটো তুলে পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়৷ সেই সকল ছবি রীতিমতো ভাইরাল৷ 

এক প্রতক্ষ্যদর্শী জানিয়েছেন, বুধবার দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি ঘোড়দৌড়  প্রতিযোগিতা ছিল। সেই প্রতিযোগিতায় অংশ নেওয়ার পর এক ঘোড়ার মালিক তার পোষ্য নিয়ে চলে আসেন দক্ষিণ দুর্গাপুর স্টেশনে। তারপর ঘোড়া নিয়েই তিনি উঠে পড়েন ডায়মন্ড হারবার লোকালে৷ যাত্রীদের অনেকে অবশ্য আপত্তি জানিয়েছিলেন৷ তবে সে সবে কর্ণপাত না করেই তিনি ট্রেনে উঠে পড়েন। নেতড়া স্টেশন এলে ঘোড়া নিয়ে নেমে পড়েন ওই ব্যক্তি৷ 

গ্রীষ্মকালে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন এলাকায় ফসল কাটার পর ফাঁকা চাষের জমিতেই ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। বছরের পর বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। বুধবার বারুইপুরে তেমনই এক প্রতিযোগিতার অংশ নিয়েছিল ঘোড়াটি৷   

যদিও এই ঘটনায় অনেকেই রেল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের অভিযোগ, আরপিএফ বা স্টেশন কর্তৃপক্ষের কোনও নজরদারি নেই৷ এই বিষয়ে কোনও মন্তব্যই করেননি নেতড়া স্টেশন কর্তৃপক্ষ৷ তারা এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি৷ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী আবার জানান, রাত পর্যন্ত তাঁদের কাছে এমন কোনও খবর নেই। তাঁরা বিষয়টি খোঁজখবর নেবেন বলে জানিয়েছেন৷  রেল যাই বলুক, নেটপাড়ায় চলন্ত ট্রেনে ঘোড়ার সফর নিয়ে শোরগোল পড়েছে৷