কলকাতা: দৈনিক আক্রান্তের মাত্রা কিছুটা কমতে কমতে রাজ্যে কোভিড গ্রাফ তলানিতে এসেছে বিগত কিছুদিন ধরেই। আজ দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০-এর নীচে। এদিকে আজও কারো মৃত্যু হয়নি বাংলাতে। কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় আক্রান্ত অনেকটাই কমেছে তুলনায় যা স্বস্তির ব্যাপার। এদিকে আজ রাজ্যের পজিটিভিটি রেট ০.২৮ শতাংশ। এদিকে সুস্থতার হার ৯৮.৯২ শতাংশ।
আরও পড়ুন: ‘হাইব্রিড কোভিড’ নিয়ে বড় আশঙ্কা করছে ‘হু’, এই লক্ষণগুলি চিন্তা বাড়াবে
রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বাংলায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৩ জন। সব মিলিয়ে রাজ্যের মোট রোগীর সংখ্যা ২০ লক্ষ ১৭ হাজার ৬১১ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় আজ এক জনেরও মৃত্যু হয়নি রাজ্যে। যা বাংলাবাসীর জন্য বিরাট সুখবর। মোট মৃত্যু হয়েছে ২১ হাজার ২০০ জনের। অন্যদিকে, একদিনে করোনাকে পরাস্ত করে ঘরে ফিরেছেন ৪৬ জন। এখনও পর্যন্ত রাজ্যে মোট করোনাজয়ীর সংখ্যা ১৯ লক্ষ ৯৫ হাজার ৯০৭ জন। অন্যদিকে, আজ একদিনে পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯৯ টি নমুনা। এতদিন পর্যন্ত মোট ২ কোটি ৪৮ লক্ষ ৩৯ হাজার ২৫৩ নমুনা পরীক্ষা করা হয়েছে।
গতকাল জানা গিয়েছিল যে, ভারতে করোনার নতুন প্রজাতি ‘এক্সই’ ধরা পড়েছে। দক্ষিণ আফ্রিকার বাসিন্দা এক মহিলা এতে আক্রান্ত হয়েছেন। হু হু করে আতঙ্ক বৃদ্ধি হয়েছিল সাধারণ মানুষের মধ্যে এই খবর শোনার পর। কিন্তু আজ কেন্দ্র জানিয়েছে, মুম্বইয়ে বিদেশ ফেরত এক যাত্রীর করোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায় ঠিকই, কিন্তু সে নতুন কোনও প্রজাতিতে আক্রান্ত নয়। ‘এক্সই’ প্রজাতিতে সে আক্রান্ত হয়েছে এমন খবর রটিয়ে দেওয়া হয়। এই তথ্য সম্পূর্ণ ভুল বলে দাবি করছে তারা।