ভর দুপুরে ব্যবসায়ীকে অপহরণ করল ‘পুলিশ’! ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল গুন্ডাদমন শাখা

ভর দুপুরে ব্যবসায়ীকে অপহরণ করল ‘পুলিশ’! ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করল গুন্ডাদমন শাখা

কলকাতা: দিনে-দুপুরে জনবহুল এলাকায় শপিং মহলের সামনে থেকে এক ব্যবসায়ীকে ‘অপহরণ’ করল ‘পুলিশ’৷ এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে উদ্ধারও করা হল৷ উদ্ধার করল গোয়েন্দা বিভাগ৷ ঘটনাটি কসবার শান্তিপল্লীর৷ 

আরও পড়ুন- পরের বাণিজ্য সম্মেলন কবে? দিনক্ষণ এখনই ঘোষণা করে দিলেন মমতা

বুধবার বেলা সাড়ে বারোটা হবে৷ সেই সময় শান্তিপল্লীতে নিজের অফিসে ছিলেন কুতুবউদ্দিন গাজি নামে এক ব্যক্তি৷ তাঁর বাড়ি বসিরহাটে৷ তিনি দেখেন তাঁর অফিসের কাছে শপিংমলের সামনে আচমকা এসে দাঁড়ায় দুটি গাড়ি৷ সেখান থেকে নেমে আসে ৮-১০ জন ব্যক্তি৷ তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়৷ তারাই কুতুবউদ্দিনকে অপহরণ করে বলে অভিযোগ৷ এর পর রাত ৯টা নাগাদ কসবা থানায় অভিযোগ দায়ের করেন অপহৃত ব্যবসায়ীর এক আত্মীয় রেহান৷  তিনি পুলিশকে জানান, তাঁদের মোবাইলে একটি ফোন এসেছিল৷ ফোনের ওপাড় থেকে বলা হয় কুতুবউদ্দিনকে অপহরণ করা হয়েছে৷ তাঁদের কাছে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ চেয়েছে অপহরণকারীরা৷ এই অভিযোগ পেয়ে রাতেই ওই এলাকায় যায় কসবা থানার পুলিশ৷ ঘটনাস্থলে যান জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা এবং সিপি ভিনীত কুমার গোয়েল৷ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্ত শুরু করেছ গুণ্ডাদমন শাখা ও কসবা থানা পুলিশের একটি দল৷

এই ঘটনার কিনারা করতে বেশি সময় লাগেনি পুলিশের৷ বৃহস্পতিবার সকালে চারু মার্কেট এলাকায় একটি বাড়ি থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়৷ পুলিশ সূত্রে খবর, বসিরহাটে কুতুবুদ্দিনের একটি ইঁট ভাটা রয়েছে৷ এছাড়া অন্যান্য ব্যবসাও রয়েছে তাঁর৷ এরই মধ্যে অ্যান্টিকের ব্যবসা নিয়ে বিবাদ রয়েছে৷ যার জেরেই এই অপহরণ৷ এদিকে, অপহরণের সময় ব্যবহৃত দুটি গাড়িই বেজায়াপ্ত করেছে পুলিশ৷ এই ঘটনার পিছনে কারা কারা যুক্ত রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে৷ পুলিশ মনে করেছে ব্যবসায় রেষারেষি থেকেই এই ঘটনা ঘটানো হয়েছে৷