কলকাতা: করোনা কাঁটা কাটিয়ে এই বছর বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। এই সম্মেলন যে সফল হয়েছে তা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বাণিজ্য সম্মেলনের শেষ দিনে তিনি বার্তা দিয়ে বলেন, প্রচুর টাকার বিনিয়োগ এবং কর্মসংস্থানের প্রস্তাব এসেছে। এর পাশাপাশি তিনি পরের বছর বাণিজ্য সম্মেলন কবে হবে সেটাও জানিয়ে দেন। আগামী বছর ফেব্রুয়ারি মাসেই হবে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন।
আরও পড়ুন –সাবধান! ‘বিদ্যুতের বিল’ মেটানো নিয়ে প্রতারণার অভিযোগ
এদিন মমতা জানান, আগামী এক বছরের মধ্যেই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন হবে আবার। ২০২৩ সালের ১, ২ এবং ৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। এবারের বাণিজ্য সম্মেলন নিয়ে এমনিতেই খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আজ জানিয়েছেন, এই বাণিজ্য সম্মেলনে ১৩৭ টি মউ সাক্ষরিত হয়েছে এবং ৩ লক্ষ ৪২ হাজার কোটির বিনিয়োগ প্রস্তাব এসেছে। একই সঙ্গে তিনি অবগত করেন যে, সম্মেলনে ৪০ লক্ষ চাকরির প্রস্তাবও এসেছে। এই তথ্য দিয়েই মমতা ঘোষণা করেন যে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সফল হয়েছে। গতকালই বিজেপির তরফে প্রশ্ন তোলা হয়েছিল যে, গত পাঁচ বছরের বাণিজ্য সম্মেলন থেকে কত-কী বাস্তবায়িত হয়েছে। আজ মমতা সেই তথ্যও দিয়ে বলেন, গত পাঁচ বাণিজ্য সম্মেলনে ১২ লক্ষ কোটি টাকার প্রস্তাব এসেছে। মমতা সাফ জানিয়ে দেন, শিল্পই তাঁর লক্ষ্য আর বাংলাই এখন শিল্পের গন্তব্য।
তিনি আরও বলেন, এই বাণিজ্য সম্মেলন আসলে শিল্পের উৎসব। এই দু’দিনে প্রচুর ইতিবাচক সাফল্য হয়েছে। পাশাপাশি এদিন মমতা সিআইআই এবং এফসিসিআইআই-এর আবেদনের জন্য ধন্যবাদ জানিয়েছেন। এও জানিয়েছেন যে, করোনা কালে এই বাণিজ্য সম্মেলন হবে কিনা তা নিয়ে সংশয় ছিল, কিন্তু বাংলা তা করে দেখিয়েছে।